Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

রবিবার সকালে ঢাকা ত্যাগ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রবিবার সকালে ঢাকা ত্যাগ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
[publishpress_authors_box]

চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রবিবার সকাল ১০টার দিকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে তাকে বিদায় জানান অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলে তিনি বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন বলে বাসস জানিয়েছে।

বাংলাদেশ সফরকালে ড. ইউনূসসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন তিনি।

পাশাপাশি গত শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে রমজানের প্রতি সংহতি জানিয়ে প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন গুতেরেস। প্রধান উপদেষ্টাও সেসময় উপস্থিত ছিলেন।

পরদিন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, বিভিন্ন দলের নেতা, বাংলাদেশের তরুণ সম্প্রদায় ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব।

তথ্যসূত্র : বাসস

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত