দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণে জাতিসংঘ সব ধরনের সাহায্য-সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরপরই দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। ভাঙচুর করা হয় গণভবন থেকে শুরু করে সরকারি বিভিন্ন স্থাপনা। জ্বালিয়ে দেওয়া হয় থানা। জেলায় জেলায় ১৫ বছর ক্ষমতা ভোগ করা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা ও আগুন লাগানো হয়। এসময় নিহত হয় শতাধিক মানুষ।
শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন সেক্টরে বিরাজমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের কর্মকর্তা গোয়েন লুইসের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “তিনটি বিষয় নিয়ে গোয়েন লুইসের সঙ্গে কথা হয়েছে। প্রথমত, বর্তমান পরিস্থিতিতে কোন ধরনের সাহায্য-সহযোগিতা প্রয়োজন, সে বিষয় জানতে চেয়েছেন তিনি। জাতিসংঘ সব ধরনের সাহায্য-সহযোগিতা করতে চায়। কোন কোন সেক্টরে আমরা সেই সহযোগিতা চাই, সে ব্যাপারেও তিনি জানতে চেয়েছেন।
“এছাড়া রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তাদের খাওয়ানো আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব, রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।
“তৃতীয়ত, জাতিসংঘ থেকে যে তদন্ত দল আসার কথা, সে নিয়ে কথা হয়েছে। আমরা দুপক্ষই এটা চাইছি। তারা এ বিষয়ে আমাদের কোন ধরনের সহযোগিতা করবে, আমরা তাদের কাছে কোন ধরনের সহযোগিতা চাই- এ নিয়ে আলোচনা হয়েছে।”
আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে আসবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
অন্তবর্তীকালীন সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আইনশৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে আনা যায়, সে লক্ষ্যে কাজ করব। কৃষিতে উৎপাদন বাড়ানোও আমাদের লক্ষ্য।”