লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে মোটেও ভালো অবস্থানে নেই ব্রাজিল। ২০২৬ সালের বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে কিনা, এই আশঙ্কাও তৈরি হয়েছিল। সবশেষ ম্যাচেও হেরেছে প্যারাগুয়ের কাছে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়র।
অক্টোবরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ১০ অক্টোবর চিলির মাঠে আতিথ্য নেবে সেলেসাওরা। আর ১৫ অক্টোবর ঘরের মাঠে খেলবে পেরুর বিপক্ষে। এই ম্যাচ দুটির জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। দোরিভালের দলে জায়গা পেয়েছেন নতুন দুই মুখ- ইগোর জেসুস ও আবনের সান্তোস।
২৩ বছর বয়সী সেন্টার ফরোয়ার্ড ইগোর জেসুস ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। ব্রাজিলিয়ান সিরি আ-তে শীর্ষে থাকা বোতাফোগোর জার্সিতে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। অন্যদিকে ফরাসি লিগ ওয়ানের দল লিওঁর হয়ে চমৎকার পারফরম্যান্সে জাতীয় দলে সুযোগ পেয়েছেন লেফট ব্যাক আবনের।
দোরিভাল তার দলে ফিরিয়েছেন রাফিনিয়াকে। আগের দুই ম্যাচে বার্সেলোনা ফরোয়ার্ডকে বাইরে রেখেছিলেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে ফর্মের তুঙ্গে থাকা এই উইঙ্গারের দলে থাকাটা প্রত্যাশিতই। তার সঙ্গে দোরিভাল দলে ফিরিয়েছেন আর্সেনালের গাব্রিয়েল মার্তিনেল্লিকে।
আক্রমণভাগে তাদের সঙ্গে প্রত্যাশামতোই আছেন রিয়াল মাদ্রিদ-ত্রয়ী ভিনিসিয়ুস জুনিয়র, রোদ্রিগো ও এনদ্রিক।
ব্রাজিল স্কোয়াড:
গোলকিপার: আলিসন, বেন্তো, এদেরসন; ডিফেন্ডার: দানিলো, ভানদেরসন, আবনের সান্তোস, গুইলহার্মি আরানা, ব্রেমার, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগালহায়েস, মারকিনুস; মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারায়েস, গেরসন, লুকাস পাকিতা; ফরোয়ার্ড: রোদ্রিগো, এনদ্রিক, ইগোর জেসুস, গাব্রিয়েল মার্তিনেল্লি, লুইজ হেনরিক, রাফিনিয়া, সাভিনিয়ো, ভিনিসিয়ুস জুনিয়র।