জাতীয় নারী দলের ব্যস্ততা শেষ হতে না হতেই এবার বয়স ভিত্তিক প্রতিযোগিতায় চোখ আফঈদা খন্দকারদের। গত অক্টোবরে জাতীয় দলের হয়ে নেপালে নারী সাফ চ্যাম্পিয়ন হয়েছেন এই ডিফেন্ডার। এবার তাদের প্রস্তুতি নিতে হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের জন্য।
আগামী বছরের ১১-১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বুধবার সাফের চতুর্থ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়ালি সভায় মেয়েদের সাফের বাইরে আরও একটি সিদ্ধান্ত হয়েছে। ছেলেদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ হবে ভারতে। এই প্রতিযোগিতা হবে আগামী বছর ৫-১৫ নভেম্বর।
গত বছর ফেব্রুয়ারি মাসে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে হয়েছিল মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ। যেখানে ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন দলের হয়ে ফাইনালে ১টি করে গোল করেছিলেন শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার জুনিয়র ও উন্নতি খাতুন।