Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ইউপি চেয়ারম্যানদের অপসারণ করলে কঠোর আন্দোলনের হুমকি

ঢাকার বঙ্গবন্ধু এভিনিউর হোটেল ইম্পেরিয়ালের কনফারেন্স হলে বুধবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকার বঙ্গবন্ধু এভিনিউর হোটেল ইম্পেরিয়ালের কনফারেন্স হলে বুধবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়র ও ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানসহ সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের ইতোমধ্যে অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার। এখন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের (ইউপি চেয়ারম্যান) অপসারণের বিষয়ে গুঞ্জন চলছে, যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও সিদ্ধান্ত আসেনি।

এরই মধ্যে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন হুমকি দিয়েছে, সরকার ইউপি চেয়ারম্যানদের অপসারণ করলে সারাদেশে তারা কঠোর কর্মসূচি পালন করবে। সারাদেশে সবকিছু ব্লক করে দেবে।

বুধবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউর হোটেল ইম্পেরিয়ালের কনফারেন্স হলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই হুমকি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন আশরাফী।

তিনি বলেন, “আমরা তৃণমূলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং শতকরা ৬৫ শতাংশ চেয়ারম্যান সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর থেকে আজ অবধি সরকারি সকল সেবাদানে আমরা কখনও কারও সঙ্গে রাজনৈতিক বিবেচনায় কোনও আচরণ করিনি।

“দলমত নির্বিশেষে সকল দল ও মতের মানুষকে সমানভাবে সেবা প্রদান করে আসছি এবং বর্তমান অন্তর্বতীকালীন সরকারের সহযোগী হিসেবে আমরা প্রতিদিন অফিস করে আসছি, যাতে করে জন সাধারণের সেবা প্রধান ব্যাহত না হয়।”

ইউনিয়ন পরিষদে কী কী সেবা দেওয়া হয় জানিয়ে লিখিত বক্তব্যে বলা হয়, “ভিজিএফ-এর চাল বিতরণ, ভিডব্লিউডি-এর চাল বিতরণ, টিসিবির পণ্য বিক্রি, কৃষি ও মৎস প্রণোদনা বিতরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়ে থাকে, যা বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের দিন-রাত এক করে পরিশ্রম করতে হয়।”

ওয়ারিশান সনদপত্র, চারিত্রিক/নাগরিক সনদপত্র, জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধনের মত জনগুরুত্বপূর্ণ কাজগুলোও ইউনিয়ন পরিষদ থেকেই হয়ে থাকে জানিয়ে মুফতী আমজাদ বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে গ্রাম মহল্লায় বিভিন্ন সালিশ দরবার তথা নতুন রাস্তা নির্মাণ, পুরোনো রাস্তা মেরামত, সরকারি সেবাদানের প্রতিষ্ঠানগুলোকে ইউনিয়ন পরিষদের মাধ্যমেই রক্ষণাবেক্ষণ হয়ে থাকে।

তিনি বলেন, “ইউনিয়ন পরিষদে নির্বাচিত প্রতিনিধিগণ স্থানীয় পর্যায়ে সরকারের সহযোগী এবং প্রশাসনিক ইউনিট হিসেবে কাজ করে থাকে। অতএব যদি পরিষদ ভেঙে দেওয়া হয় বা চেয়ারম্যানদের অপসারণ করা হয়, তাহলে দেশে ও দেশের প্রান্তিক পর্যায়ে জনসাধারণের জন্য সরকারি সার্বিক সেবাদান মারাত্মকভাবে ব্যাহত হবে। গ্রামগঞ্জে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটবে। চুরি, ডাকাতি, নেশাসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাবে। বিগত দিনে কোনও সরকারের আমলেই পরিষদ ভেঙে দেওয়া বা চেয়ারম্যানদের অপসারণ করার কোনও দৃষ্টান্ত আমরা দেখিনি।”

“অতএব অন্তবর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিবেদন করতে চাই, জনগণের দেওয়া আমাদের উপর পবিত্র অর্পিত দায়িত্ব মেয়াদ পর্যন্ত পালন করে যেতে চাই”, বলেন মুফতি আমজাদ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও রংপুর কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, “আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের যদি অপসারণ করা হয়, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। এ বিষয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

“যেহেতু আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, তাই আমরা সারা বাংলাদেশে সাত দিনের ভেতর সবকিছু ব্লক করে দেব। আমরা ৬৫% চেয়ারম্যান স্বতন্ত্র ভোটে জেতা। আমাদের দাবি একটাই– আমাদের যেন অপসারণ করা না হয়।”

তিনি বলেন, “অপসারণের বিষয়টি আমরা লিখিত কাগজ আকারে পাইনি। তবে পত্রপত্রিকার মাধ্যমে শুনতে পাচ্ছি। যেহেতু মিডিয়াতে এ বিষয়ে আলোচনা হচ্ছে, তাই আমরা আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন করেছি। আমাদের প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যান তাদের অফিস কার্যক্রম পরিচালনা করছে, কিছু ব্যতিক্রম বাদে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত