Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
[publishpress_authors_box]

সামাজিক দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত মামুন‌ অর র‌শিদ‌ (৩৮) গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য।

শ‌নিবার সকালে সদর উপজেলার আসাননগর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। এসময় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গ্রামটি থেকে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরও পাওয়া গেছে।

ইসলামী বিশ্ব‌বিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) রা‌কিবুল হাসান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রা‌মের ওহাব-‌গোলাপ গ্রুপের সঙ্গে ইউপি সদস্য মামুন-ইয়া‌হিয়া গ্রু‌পের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ত তারা।

ক‌য়েক‌দিন আগে ওহাব পক্ষের ক‌লিমুল্লাহ না‌মে একজনকে কু‌পি‌য়ে গুরুতর আহত ক‌রে মামুন পক্ষের লোকজন, এখন তার অবস্থা আশঙ্কাজনক। এর জের ধ‌রে শুক্রবার সকা‌ল থে‌কেই দফায় দফায় দুই পক্ষে সংঘ‌র্ষ হয়।

শ‌নিবার প্রতিপ‌ক্ষের লোকজন ইউপি সদস্য মামুনের উপর আবার হামলা চালায়। এ সময় তা‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কুপি‌য়ে হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য মামু‌নের লাশ কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আরও ১০ থে‌কে ১২ জন‌কে আহত অবস্থায় হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষই পুলিশকে লক্ষ্য ক‌রে ইট-পাট‌কেল ছুঁড়‌তে থা‌কে। পরে পু‌লি‌শের সঙ্গে ঘটনাস্থলে যায় সেনাবা‌হিনীর একটি দল। রা‌কিবুল হাসান আরও জানান, গ্রা‌মে এখনও উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন বা‌ড়ি‌ঘ‌রে হামলা, ভাঙচুর, অগ্নিসং‌যোগ ও লুটপাট চল‌ছে। হামলা ও লুটপা‌টের ভ‌য়ে অনেকেই গ্রাম ছাড়ছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত