Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

উপজেলায় এবার কামাল-অপুর স্বজনের হার

আ হ ম মুস্তফা কামাল ও ইকবাল হোসেন অপু।
আ হ ম মুস্তফা কামাল ও ইকবাল হোসেন অপু।
[publishpress_authors_box]

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ে দ্বিতীয় ধাপে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের প্রার্থী হওয়ার সংখ্যা ছিল বেশি। ভোট শেষে জয়ের দিক দিয়েও এগিয়ে রইলেন তারা।

দলীয় নির্দেশ অমান্য করে দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ১৭ জন মন্ত্রী-এমপির ১৮ জন স্বজন ভোটযুদ্ধে নামেন। তাদের মধ্যে ১৩ মন্ত্রী-এমপির ১৪ স্বজনই জয় নিয়ে মাঠ ছেড়েছেন। কপাল পুড়েছে তিন এমপির চার স্বজনের।

তাদের মধ্যে আছেন সাবেক অর্থমন্ত্রী কুমিল্লার এমপি আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই, হবিগঞ্জের এমপি আবু জহিরের শ্যালক ও শরীয়তপুরের ইকবাল হোসেন অপুর চাচাতো ভাই। ভোটে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী লালমনিরহাটের এমপি নুরুজ্জামান আহমেদের আপন ছোট ভাই হারলেও জয় পেয়েছেন তার ছেলে রাকিবুজ্জামান।

নির্বাচন কমিশনের সারাদেশের সার্বিক তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।

প্রথম ধাপে দলীয় নির্দেশনা অমান্য করে ভোটের মাঠে রয়ে ‍গিয়েছিলেন আওয়ামী লীগের ৯ সংসদ সদস্যের ১৪ জন স্বজন। তাদের মধ্যে জয় পান সাত সংসদ সদস্যের আট স্বজন; হারেন চার সংসদ সদস্যের ছয় স্বজন।

দলীয় নির্দেশ না মেনে ভোটের মাঠে থেকে দ্বিতীয় ধাপে যারা বাজিমাত করেছেন তাদের মধ্যে রয়েছেন চার মন্ত্রীর স্বজন। এরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক, শিল্পমন্ত্রীর ভাই, রেলমন্ত্রীর চাচতো ভাই এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড়ভাই।

যে তিন এমপির স্বজন জয় পেয়েছেন তারা হলেন লালমনিরহাট-২ আসনের নুরুজ্জামান আহমেদ, পাবনা-৩ আসনের মকবুল হোসেন ও নোয়াখালী-২ আসনের মোরশেদ আলম।

বিএনপি বর্জন করায় উপজেলা নির্বাচন জমিয়ে তোলার চেষ্টায় দলের প্রার্থী রাখেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে প্রতিটি উপজেলায় দলটির একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে নেমেছেন প্রতিদ্বন্দ্বিতায়।

নির্বাচনে প্রভাব বিস্তার ঠেকাতে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের প্রার্থী না হতে নির্দেশ দেওয়া হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। কিন্তু শাজাহান খানের মতো আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যের ছেলেও প্রার্থী হয়ে জিতে গেছেন। যার মুখ দিয়ে আওয়ামী লীগের নির্দেশনা আসে, সেই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাইও মনোনয়নপত্র দাখিল করেন কোম্পানীগঞ্জ উপজেলায়। স্বজন বলতে এমপিদের সন্তান বোঝাবে, একথা বলছেন ওবায়দুল কাদের।

এবার চার ধাপে দেশের ৪৯৫ উপজেলায় নির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে ৮ মে ভোট হয় ১৩৯ উপজেলায়। নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধাপে ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় ধাপে গতকাল ২১ মে ১৫৬ উপজেলায় ভোট হয়। এ ধাপে ভোট পড়েছে ৩৭ দশমিক ৫৭ শতাংশ।

দুই ধাপ মিলিয়ে ২৯৫ উপজেলায় ভোট সম্পন্ন করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃতাধীন কমিশন। আগামী ২৯ মে তৃতীয় ধাপে ১১১ উপজেলা ও ৫ জুন চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট হবে।

জয় পেয়েছেন যারা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের শ্যালক হামিদ লতিফ ভূঁইয়া কুমিল্লার বরুড়া উপজেলায় আনারস প্রতীকে ৯১ হাজার ১২৭ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এ এন এম মইনুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১২৩ ভোট।

শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছোট ভাই নজরুল মজিদ মাহমুদ মনোহরদী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৮১৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলুল হক পেয়েছেন ১০ হাজার ৯১১ ভোট। নজরুল মজিদ মাহমুদ স্বপন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মনোহরদী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।

বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মাদ। তার ছোট ভাই নজরুল ইসলাম বকশীগঞ্জ উপজেলায় ২৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী আব্দুর রউফ তালুকদার পেয়েছেন ২৭ হাজার ৮০৯ ভোট। উপজেলার নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন নজরুল। উপজেলা পরিষদ নির্বাচনে লড়ার জন্য ইউনিয়ন চেয়ারম্যানের পদ ছেড়ে দেন তিনি।

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান চাচাকে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন। রাকিবুজ্জামান পেয়েছেন ২৪ হাজার ৩০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপন চাচা মাহবুবুজ্জামান পেয়েছেন ১৯ হাজার ৩৫০ ভোট।

মাহাবুবুজ্জামান আহমেদ বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি। ১০ বছর তিনি কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।

রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমের চাচাতো ভাই এহসানুল হাকিম সাধন বালিয়াকান্দি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৪২ হাজার ৬৮০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট। বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন সাধন।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই বুলবুল আহমেদ চৌধুরী দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান হয়েছেন। তিনি ৯৭ হাজার ২৮৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান পেয়েছেন ৫ হাজার ৩৭৬ ভোট। উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে আছেন বুলবুল আহমেদ চৌধুরী।

নড়াইল পৌরসভা ও সদরের আটটি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভা ও এ উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন।

সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার চাচাশ্বশুর ফয়জুল হক রোম লোহাগড়া উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি ৩৯ হাজার ৮৬২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম হান্নান রুনু পেয়েছেন ২৬ হাজার ৪৩৯ ভোট।

চুয়াডাঙ্গা-১ আসনের (আলমডাঙ্গা-সদর একাংশ) সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দারের ভাইয়ের ছেলে নঈম হাসান জোয়ার্দার সদর উপজেলায় ৫০ হাজার ৮১১ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল হক পেয়েছেন ৩৬ হাজার ১৭২ ভোট। নঈম হাসান জোয়ার্দ্দার জেলা যুবলীগের আহ্বায়ক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে নৌকার প্রার্থী ছিলেন সিরাজুল ইসলাম খাঁন রাজু। মহাজোটের সঙ্গে সমঝোতার কারণে তাকে প্রার্থিতা প্রত্যাহার করতে হয়। সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি হন তার ছেলে খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বাঁধনের বাবা উপজেলার সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাঁন রাজু। ৩৯ হাজার ৮৩২ ভোট পেয়ে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদুল ইসলাম ৩২ হাজার ২২৮ ভোট পেয়েছেন।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি মোর্শেদ আলমের ছেলে সাইফুল ইসলাম দীপু সেনবাগ উপজেলায় ৩২ হাজার ১৩২ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর টিপু পেয়েছেন ১৪ হাজার ৭৩৪ ভোট।

ব্যবসায়ী মোরশেদ আলম বেঙ্গল গ্রুপের কর্ণধার। ছেলে দিপুও বেঙ্গল গ্রুপের একজন পরিচালক। আরটিভির পরিচালনা পর্ষদেও দিপু রয়েছেন।

ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের ভগ্নিপতি জাফর উল্ল্যাহ বোরহানউদ্দিন উপজেলায় ২৯ হাজার ৭১৬ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম পেয়েছেন ১৯ হাজার ১১৭ ভোট।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের আংশিক) আসনের এমপি রুমানা আলীর বড় ভাই জামিল হাসান দুর্জয় ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে শ্রীপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী জলিল পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট। জামিল হাসান প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর ছেলে। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের পুত্র গোলাম হাসনায়েন ৩১ হাজার ৫৫৯ ভোট পেয়ে ভাঙ্গুড়ার চেয়ারম্যান হয়েছেন। তিনি ভাঙ্গুড়া পৌরসভার পৌরমেয়র ছিলেন। তার নিকটতম প্রার্থী মেজবাউল রহমান পেয়েছেন ২ হাজার ৬৭৯ ভোট।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরীর ভগ্নিপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ রায়পুর উপজেলায় ৩৬ হাজার ৫৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলতাফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৫০৮ ভোট।

হেরেছেন যারা

সাবেক অর্থমন্ত্রী কুমিল্লা-১০ (লাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে ভোট করে হেরেছেন।

গোলাম সারওয়ার ২০০৯ সাল থেকে সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে টানা তিনবার চেয়ারম্যান হন। তিনি সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে আছেন।

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর চাচাতো ভাই বিল্লাল হোসেন দিপু মিয়া শরীয়তপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে ভোট করে হেরেছেন। সদর উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিল্লাল হোসেন দিপু মিয়া।

হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবু জহিরের শ্যালক আক্তারুজ্জামান বাহুবল উপজেলায় চেয়ারম্যান পদে ভোট করে হেরেছেন।

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ তার ভাতিজা রাকিবুজ্জামানের কাছে ভোটের মাঠে হেরেছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত