ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০ উপজেলায় প্রথম চার ঘণ্টায় ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
স্থানীয় সরকারের এই নির্বাচনে বুধবার ২৬ জেলার ৬০ উপজেলায় ভোট হচ্ছে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব শফিউল আজিম সাংবাদিকদের জানান, নির্বাচনে বড় ধরনের কোনও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। দুপুর ১২টা পর্যন্ত পাঁচ হাজার ১৪৪টি কেন্দ্রের মধ্যে তিন হাজার ৪২৩ কেন্দ্রের তথ্য এসেছে। ভোট পড়েছে ১৭ দশমিক ৩১ শতাংশ।
চতুর্থ ধাপে ৬০ উপজেলার এ নির্বাচনে ভোটার দুই কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন। ৬০ উপজেলার মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে।
নির্বাচনে তিন পদে লড়ছেন ৭২১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন। এ ধাপে তিন পদে পাঁচ প্রার্থী বিনা ভোটে জয় পেয়েছেন।
ইসি সচিব শফিউল আজিম বলেন, “দুয়েকটি জায়গায় যারা বিশৃঙ্খলা করেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। জরিমানা করা হয়েছে। এটি বড় বিষয় না।”
কোনও ভোটকেন্দ্র বন্ধ হয়নি জানিয়ে তিনি বলেন, “আমাদের নির্বাচনী কর্মকর্তারা এখন পিক আওয়ারে আছে। তাই সব কেন্দ্রের তথ্য আসতে সময় লাগছে। নেটওয়ার্কের কোয়ালিটির ওপরে অ্যাপের তথ্য আসা নির্ভর করে।”
ভোটার উপস্থিতি সন্তোষজনক কি না জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব বলেন, “গ্রাম অঞ্চলের লোকজন কাজ শেষ করে ভোট দিতে আসে। শেষের দিকে ভোট পড়ার হার বেড়ে যায়।”
এবার চার ধাপে দেশের ৪৯৫ উপজেলায় নির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন। সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনও বর্জন করছে বিএনপিসহ কয়েকটি দল।
এমন পরিস্থিতিতে নির্বাচন জমিয়ে তোলার লক্ষ্যে দলীয় প্রতীক কাউকে না দিয়ে ভোট উন্মুক্ত করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।