Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

১৫২ উপজেলায় ভোট ৮ মে

নির্বাচন কমিশন
আগারগাঁওয়ে নির্বাচন ভবন।
[publishpress_authors_box]

স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে।

বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছে।”

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন উপজেলা ভোটে ব্যালট পেপারের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে।

১৫২ উপজেলার মধ্যে ৯ জেলার ২২ উপজেলায় ভোটগ্রহণ হবে ইভিএমে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৫২ উপজেলায় মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল। প্রত্যাহার ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল।

জাতীয় নির্বাচনের পর ৪ মে উপজেলা নির্বাচন শুরু করে কয়েক ধাপে শেষ করার ভাবনা ছিল ইসির।

ঈদের ছুটি চিন্তা করে ধাপগুলোর তারিখ কিছু পরিবর্তন করা হয়েছে বলে জানান অশোক দেবনাথ।

তিনি বলেন, “প্রথম ধাপ ছিল ৪ মে, সেখানে ৮ মে করা হয়েছে। দ্বিতীয় ধাপ হবে ২৩ মে, তৃতীয় ধাপের নির্বাচন হবে ২৯ মে। চতুর্থ ধাপ হবে ৫ জুন।”

উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হবেন জেলা নির্বাচন কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা। সহকারী রিটার্নিং কর্মকর্তা হবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

এবার রঙিন পোস্টারে কোনও বাধা থাকছে না জানিয়ে অশোক দেবনাথ বলেন, “প্রতীক বরাদ্দের পরে প্রচারণা। তবে প্রচারণার আগে অনলাইনে এবং ৫ জন মিলে প্রতীক বরাদ্দের আগে প্রচারণা করতে পারবে।”

উপজেলা ভোটের জন্য ৪৫ হাজার ইভিএম তৈরি আছে জানিয়ে তিনি বলেন, “সেগুলো দিয়ে প্রথম ধাপের ২২টি উপজেলায় ভোট করতে পারব।”

শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর,  মানিকগঞ্জ ও কক্সবাজার এই ৯ জেলার উপজেলাগুলোতে ভোটগ্রহণ হবে ইভিএমে হবে।

সংসদের ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচন নিয়ে কমিশন সভায় আলোচনা হলেও এই ভোটের তফসিল নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান অশোক দেবনাথ।

কোন কোন উপজেলায় ভোট

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত