Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

পানছড়িতে আবারও ইউপিডিএফ সমর্থক খুন

খাগড়াছড়ি
Picture of আঞ্চলিক প্রতিবেদক, রাঙ্গামাটি

আঞ্চলিক প্রতিবেদক, রাঙ্গামাটি

খাগড়াছড়ির পানছড়ির লোগাং ইউনিয়নে ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) এক সমর্থক খুন হয়েছেন।

শনিবার রাত নয়টার দিকে উপজেলার দুদকছড়ার সীমানাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম বরুন বিকাশ চাকমা (৫৫)। তিনি লোগাং ইউনিয়নের কমল কৃষ্ণ কার্বারি পাড়ার সুধীর কুমার চাকমার ছেলে।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক ও কেন্দ্রীয় মুখপাত্র অংগ্য মারমা জানান, বরুনকে রাতের বেলা তার নিজ বাড়িতেই গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি বলেন, “ঘরের ভেতরেই বরুনের মৃত্যু হয়। তিনি আমাদের পার্টির একজন সমর্থক ছিলেন।”

অংগ্য মারমা এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছেন। যদিও এ বিষয়ে জেএসএসের কোনও বক্তব্য জানা যায়নি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম।

তিনি জানান, নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

২০২৩ সালের ১১ ডিসেম্বর লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় গুলি করে ইউপিডিএফের চার নেতাকে হত্যা করা হয়। পানছড়ির চার খুনের দেড় মাসের মাথায় ২৪ জানুয়ারি জেলার মহালছড়ি উপজেলায় আরও দুজনকে হত্যা করা হয়। ৪ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুই জন, ২৪ ফেব্রুয়ারি রাতে একই উপজেলায় আরও একজন এবং ১৮ মে রাঙামাটিতে দুজনকে হত্যা করা হয়। ১ জুন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা লাগোয়া চট্টগ্রামের ফটিকছড়িতে একজনকে গুলি করে হত্যা করা হয়।

গত ১১ ডিসেম্বর থেকে ছয় মাসে রাঙামাটি–খাগড়াছড়ি, চট্টগ্রামে ইউপিডিএফের ১৩ নেতাকর্মী–সমর্থককে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত