Beta
বুধবার, ২২ মে, ২০২৪
Beta
বুধবার, ২২ মে, ২০২৪

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে ৩৬.১%

নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি : সকাল সন্ধ্যা
নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি : সকাল সন্ধ্যা
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি আলমগীর জানান, বুধবার ২১ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়। ইভিএমে ভোট পড়েছে ৩১ দশমিক ৩১ শতাংশ। বাকি ১১৮ উপজেলায় ব্যালটে ভোট পড়েছে ৩৭ দশমিক ২২ শতাংশ।

এই হিসাব অনুযায়ী, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৫ শতাংশ কম ভোট পড়েছে।

২০১৯ সালে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ৪১ শতাংশের বেশি ভোট পড়েছিল।

ইসি আলমগীর জানান, বুধবার অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়, ৭৩ দশমিক ১৬ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়, ১৭ শতাংশ।

স্থানীয় পরিষদের নির্বাচনগুলো বাংলাদেশে সাধারণত জমজমাট হলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সেই চিত্র দেখা যায়নি। বুধবার সকালে ভোটার উপস্থিতি কম থাকার জন্য কারণ হিসেবে বৃষ্টির কথা বলেছিলেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তাদের আশা ছিল দুপুরের পর ভোটার বাড়বে। তবে বেলা বাড়ার পর তা তেমন বাড়েনি।

এবার চার ধাপে দেশের ৪৯৫ উপজেলায় নির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন। সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনও বর্জন করছে বিএনপিসহ কয়েকটি দল।

এমন পরিস্থিতিতে নির্বাচন জমিয়ে তোলার লক্ষ্যে দলীয় প্রতীক কাউকে না দিয়ে ভোট উন্মুক্ত করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এর মধ্যেই প্রথম ধাপে পাঁচটি উপজেলার তিনটি পদের (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান) প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানেও ভোটের প্রয়োজন পড়েনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত