Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিন নিয়ে বিতর্কে ডেল্টা এয়ারলাইন্স

ডেল্টা এয়ারলাইন্সের উড়োজাহাজ।
ডেল্টা এয়ারলাইন্সের উড়োজাহাজ।
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রের শীর্ষ উড়োজাহাজ কোম্পানি ডেল্টা এয়ারলাইন্স এবার ফিলিস্তিন বিতর্কে জড়িয়ে পড়েছে। সোশাল মিডিয়ায় প্রতিষ্ঠানটির দুজন ফ্লাইট পরিচালকের ফিলিস্তিনের পতাকা সম্বলিত ব্যাজ পরিহিত ছবি প্রকাশের পর ওই বিতর্কের জন্ম হয়।

ঘটনাটি শুধু ওই ছবির প্রকাশের মাধ্যমেই শেষ হতে পারত। কিন্তু একজন এক্স ব্যবহারকারীর পোস্ট ও ডেল্টার প্রতিক্রিয়ার কারণে বিতর্ক আরও ছড়িয়ে পড়ে।

ডেল্টার ফ্লাইট পরিচালকদের ছবি দেখে একজন এক্স ব্যবহারকারী তার অ্যাকাউন্টে লেখেন, “২০০১ সাল থেকে আমরা প্রতিটি বিমানবন্দরে প্রবেশের পর জুতা খুলে ফেলি। কারণ এই মাটিতে সন্ত্রাসী হামলা হয়েছে। এখন ডেল্টার ফ্লাইটে ওঠে হামাসের ব্যাজ পরিহিত কর্মীদের দেখার বিষয়টা কল্পনা করুন। আপনি কি মনে করেন?”

একদিন পর ওই পোস্টের প্রতিক্রিয়ায় ডেল্টার অফিসিয়াল এক্স একাউন্ট থেকে বলা হয়, “আমি আপনাদের কথা শুনেছি। আমি ব্যক্তিগতভাবেও আতঙ্কিত। আমাদের কর্মীরা আমাদের সংস্কৃতির প্রতিফলন। কিন্তু যখন আমাদের নীতি অনুসরণ করা হয় না, তখন একে আমরা হালকা ভাবে নেই না।”

ডেল্টার প্রতিক্রিয়ার পোস্টটি পরে মুছে ফেলা হয়। কিন্তু পোস্টটিতে কোন নীতির কথা উল্লেখ করা হয়েছিল, তা স্পষ্ট নয়।

মুছে ফেলা ওই প্রতিক্রিয়া নিয়ে তৎক্ষনাৎ উষ্মা প্রকাশ করে ফিলিস্তিনি ও মুসলিম সম্প্রদায়।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) ‘বর্ণবাদী ফিলিস্তিনি বিরোধী’ টুইটের জন্য এয়ারলাইন্সটির নিন্দা করে। পাশাপাশি এয়ারলাইন্সটিকে ক্ষমা চাওয়ারও দাবি জানায়।

এক বিবৃতিতে সিএআইআর এর ন্যাশনাল ডেপুটি ডিরেক্টর এডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, “ডেল্টার এক্স একাউন্টের এই বর্ণবাদী পোস্টটি অনুমোদিত বা অননুমোদিত হোক না কেন, ডেল্টাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।”

সিএআইআর এর জর্জিয়া চ্যাপ্টারের নির্বাহী পরিচালক আজকা মাহমুদ এক বিবৃতিতে বলেন, “ফিলিস্তিনি জাতীয় প্রতীককে হামাসের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো পুরো ফিলিস্তিনের অস্তিত্ব ও বৈধতা মুছে ফেলার চেষ্টা।”

ডেল্টার একজন মুখপাত্র জানান, তাদের ফ্লাইট পরিচালকদের পোশাক কোম্পানির বর্তমান ইউনিফর্ম নির্দেশিকার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল। উভয় কর্মীকেই তাদের চাকরিতে বহাল রাখা হয়েছে।

তবে পরে ডেল্টা জানিয়েছে, তাদের কর্মীদের পোশাকে শুধু যুক্তরাষ্ট্রের পতাকাই থাকবে। আগের নিয়ম ছিল ফ্লাইট পরিচালকরা যেকোনও দেশের পতাকার ব্যাজ পরিধান করতে পারবে। কিন্তু ডেল্টার নতুন সিদ্ধান্ত বলছে, কোম্পানিটি এই ঘটনাকে কেন্দ্র করে তাদের নীতি থেকে সরে এসেছে।

এই নীতি পরিবর্তনেরও সমালোচনা করেছে সিএআইআর।

সিএনএ জানিয়েছে, ডেল্টা এয়ারলাইন্সের সোশাল মিডিয়া শাখার একজন কর্মীকে চাকরি থেকে ছাটাই করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই কর্মীই সোশাল মিডিয়া এক্সে ডেল্টার হয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত