Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ইরানের হামলার শঙ্কায় ইসরায়েলে কর্মীদের নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রের

image-18
[publishpress_authors_box]

ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ইসরায়েলে অবস্থানরত তাদের কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে তাদের নির্দিষ্ট কিছু এলাকার বাইরে ভ্রমণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বরাত দিয়ে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, ‘অতিরিক্ত সতর্কতার’ অংশ হিসেবে কর্মীদেরকে বৃহত্তর জেরুজালেম, তেল আবিব বা বীরশেবা এলাকার বাইরে ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েল ১১ দিন আগে সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলা চালানোর পর ইরান প্রতিশোধ নেওয়ার শপথ করেছে। ওই হামলায় ১৩ জন নিহত হন।

এমন প্রেক্ষাপটে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে পরিস্থিতি আরও উত্তপ্ত না করার আহ্বান জানিয়েছেন।

ইসরায়েল সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার দায় স্বীকার করেনি, তবে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে তারাই এই হামলার পেছনে ছিল।

কনস্যুলেটে হামলায় নিহতদের মধ্যে সিরিয়া ও লেবাননে ইরানের নিরাপত্তা বাহিনী, কুদস ফোর্সের একজন সিনিয়র কমান্ডার এবং অন্যান্য সামরিক কর্মকর্তাও ছিলেন।

গাজার যুদ্ধ যাতে পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা চলার মধ্যেই ওই হামলার ঘটনা ঘটে।

যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার এক বক্তব্যে ইরান একটি ‘গুরুতর হামলা’ চালানোর হুমকি দিচ্ছে বলে সতর্ক করেন। পাশাপাশি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ‘অটুট’ থাকবে বলেও প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত