Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের কাছে কী চায় জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

বাংলাদেশে সদ্য গঠিত অন্তর্বর্তী সরকার দেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে– এমনটাই চায় যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এমনটাই জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সোমবার শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর শূন্যতা পূরণে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা হিসাবে বৃহস্পতিবার রাতে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাত ড. ইউনূসের সঙ্গে শপথ নিয়েছেন নতুন অন্তর্বর্তী সরকারের আরও ১৩ উপদেষ্টাও।

নতুন সরকার শপথ নেওয়া কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে।

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা– এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, “অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স আজ তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমি জানি না তিনি (চার্জ দ্য অ্যাফেয়ার্স) শপথ গ্রহণ অনুষ্ঠানে তার সাথে কথা বলেছেন কি না, তবে তিনি উপস্থিত ছিলেন।”

নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগের ধরন কেমন ছিল বা এটি যুক্তরাষ্ট্রের স্বার্থ সম্পর্কিত ছিল কিনা– এমন প্রশ্নে জবাবে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, “আমি ব্যক্তিগত কূটনৈতিক আলাপ-আলোচনার বিষয়ে কথা বলব না।

“তবে নিশ্চিতভাবেই আমরা যে বিষয়টি স্পষ্ট করেছি তা হলো– আমরা চাই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করুক।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত