Beta
সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

নিখিলের হ্যাটট্রিকে আজাদকে হারাল ঊষা

প্রিমিয়ার হকি লিগে আজাদকে সহজেই হারিয়েছে ঊষা ক্রীড়াচক্র। ছবি: সংগৃহীত।
প্রিমিয়ার হকি লিগে আজাদকে সহজেই হারিয়েছে ঊষা ক্রীড়াচক্র। ছবি: সংগৃহীত।

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে শুক্রবার হয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় সাধারণ বীমা কর্পোরেশন ক্লাব এবং দিলকুশা স্পোর্টিং ক্লাব। ম্যাচটি ৪-২ গোলের ব্যবধানে জেতে বীমা।

জয়ী দলের ভারতীয় খেলোয়াড় আশুর জোড়া গোলে এ জয় তুলে নেয় দলটি। এছাড়া বীমার শাকিল হোসেন এবং আরেক ভারতীয় রবি ১টি করে গোল করেন। অন্যদিকে দিলকুশার পারভেজ এবং শাসন ১টি করে গোল পেলেও দলের হার ঠেকাতে পারেননি। এই হারে অবনমন অনেকটাই নিশ্চিত হয়ে গেল দিলকুশার।

এদিকে দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামে ঊষা ক্রীড়া চক্র। যাদের প্রতিপক্ষ আজাদ স্পোর্টিং ক্লাব। ম্যাচটি একতরফা খেলে ৭-০ গোলের ব্যবধানে জেতে ঊষা। জয়ী দলের ভারতীয় নিখিল নন্দলাল পরদেশির হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় দলটি। এছাড়া জয়ী দলের অভিজ্ঞ ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয় জোড়া গোল করেন, আরেক ফরোয়ার্ড আরশাদ হোসেন এবং মিডফিল্ডার রাজু আহমেদ তপুর স্ট্রিক থেকে আসে অপর দুটি গোল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত

Add New Playlist