Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

৬ গোলের রোমাঞ্চে ঊষা-মোহামেডানের ড্র

22222222222
[publishpress_authors_box]

শক্তি বাড়াতে মালয়েশিয়ার ফয়সাল বিন সারিকে দলে ভিড়িয়েছে মোহামেডান। তবে সারিকে নিয়েও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে ঊষা ক্রীড়া চক্রের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে মোহামেডান।

প্রথম ২০ মিনিটে মোহামেডান এগিয়ে গিয়েছিল ২-০ গোলে। তারপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি সাদা-কালো শিবির। দারুণ প্রত্যাবর্তনে ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচটা সমতায় শেষ করে ঊষা।

প্রথম কোয়ার্টারের ১১ মিনিটে মালয়েশিয়ান ফয়সাল বিন সারির ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান। ২০ মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমির ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।

দ্বিতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটে ভারতের ইশরাত ইকতিদারের গোলে ম্যাচে ফিরে ঊষা। পুরোনো ঢাকার ক্লাবটি সমতায় ফিরে ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে  মাহবুব হোসেনের গোলে।

তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে (৪৫ মিনিট) আবারও এগিয়ে যায় মোহামেডান। পেনাল্টি কর্নার থেকে গোল করে মোহামেডানকে ৩-২’এ এগিয়ে নেন আমিরুল।

চতুর্থ কোয়ার্টারের ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ঊষাকে সমতায় ফেরান মাহবুব হোসেন। ৩-৩ সমতায় মাঠ ছাড়ে দুই দল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত