Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

পাকিস্তানের হয়ে খেলবেন উসমান

পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটার উসমান খান। ছবি: টুইটার
পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটার উসমান খান। ছবি: টুইটার
[publishpress_authors_box]

সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলার ইচ্ছা ছিল উসমান খানের। সেই লক্ষ্যে এগোচ্ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটার। কিন্তু হঠাৎ করেই ‘সিদ্ধান্ত’ পাল্টে নতুন করে জন্মস্থান পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি।

সেটিরই অংশ হিসেবে যোগ দেন পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে। এজন্য আরব আমিরাত ক্রিকেট বোর্ড তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। তাতে দুই কূল হারানোর শঙ্কা তৈরি হয় উসমানের। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে সুখবরই মিলেছে তার।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি নিশ্চিত করেছেন, পাকিস্তান দলের হয়ে খেলবেন উসমান। লাহোরে সংবাদ মাধ্যমে পিসিবি চেয়ারম্যান বলেছেন, “পাকিস্তানের হয়ে খেলতে বাধা নেই উসমানের। সে পাকিস্তানের হয়ে খেলবে।”

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর অধীনে ফিটনেস ক্যাম্পে যোগ দিয়েছিলেন ২৯ জন খেলোয়াড়। তাদের একজন উসমান। আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে কোনও কিছু না জানিয়ে পাকিস্তান দলের ক্যাম্পে যোগ দেওয়ায় বড় শাস্তি শোনেন এই ব্যাটার। তাকে পাঁচ বছর নিষিদ্ধ করে আরব আমরাত ক্রিকেট বোর্ড।

নিষেধাজ্ঞা দেওয়ার সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশটির বোর্ড জানায়, উসমান পাকিস্তানের হয়ে খেলবেন কিনা, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে পিসিবি। লাহোরে সাংবাদিকদের সেই বিষয়টিই নিশ্চিত করেছেন নাকভি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত