১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। তবে আজ থেকে ১২৮ বছর আগে এইদিনে পোর্ট এলিজাবেথের বাতাসে খুব বেশি ভালোবাসার পরশ ছিল না! বরং ঘরের মাঠে লজ্জায় ডুবেছিল দক্ষিণ আফ্রিকা। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তারা অলআউট হয়েছিল মাত্র ৩০ রানে!
১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ইংলিশরা। ১৩ ফেব্রুয়ার নেমেছিল পোর্ট এলিজাবেথ টেস্টে। দ্বিতীয় দিন, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি দুমড়েমুচড়ে গিয়েছিল প্রোটিয়াদের ব্যাটিং লাইন। মাত্র ৩০ রানে গুটিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ে তারা।
সব মিলিয়ে অল্পতে গুটিয়ে যাওয়ার এই রেকর্ডটা রয়েছে দ্বিতীয় স্থানে। এক নম্বরে নিউজিল্যান্ড। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে অলআউট হয়েছিল কিউইরা।
তবে এই তালিকায় দক্ষিণ আফ্রিকার ‘জয়জয়কার’। টেস্টে সর্বনিম্ন রানের তালিকার প্রথম পাঁচটির চারটিতেই রয়েছে প্রোটিয়ারা। তারা অলআউট হয়েছে ৩০ (প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৮৯৬), ৩০ (প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৯২৪), ৩৫ (প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৮৯৯) ও ৩৬ রানে (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ১৯৩২)।
তবে ১৯৫৫ সালে নিউজিল্যান্ড ২৬ রানে অলআউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার রেকর্ডটাই ছিল ওপরে। ১২৮ বছর আগে ভালোবাসা দিবসের সব আয়োজন ভেঙে চূরমার হয়েছিল ইংলিশ বোলারদের তাণ্ডবে। সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিলেন জর্জ লহমান। এই পেসার ৯.৫ ওভারে মাত্র ৮ রান দিয়ে পেয়েছিলেন ৭ উইকেট। প্রথম ইনিংসেও ছিলেন দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে গুটিয়ে দিতে ৩৮ রান খরচায় নিয়েছিলেন ৭ উইকেট।
তাতে ৩১৯ রানের লক্ষ্য পাওয়া প্রোটিয়ারা অলআউট মাত্র ৩০ রানে। চার ব্যাটার আউট হয়েছিলেন শূন্য রানে। শুধু রবার্ট পুরি (১০) যেতে পেরেছিলেন দুই অঙ্কের ঘরে। চরম ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকা দুই দিনের মধ্যে ম্যাচটি হেরেছিল ইনিংস ও ২৮৮ রানে।