অস্কার ব্রুজোন চলে যাওয়ার পর নতুন কোচের খোঁজে ছিল বসুন্ধরা কিংস। অবশেষে নতুন কোচের নিয়োগ দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
গত সপ্তাহে অস্কার ব্রুজোনের সঙ্গে ৬ বছরের সম্পর্ক ছিন্ন করে বসুন্ধরা কিংস। তার জায়গায় এবার নতুন কোচ হিসেবে রোমানিয়ার ভালেরিও তিতাকে নিয়োগ দিয়েছে ক্লাবটি।
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, “আমরা ভালেরিও তিতাকে ১ বছরের জন্য নিয়োগ দিয়েছি। তার কোচিং ক্যারিয়ার দেখে ভালো লেগেছে। এশিয়ায় সে কাজ করেছে। এজন্য তাকে আমরা নিয়োগ দিয়েছি।” শুধু তাই নয় এই কোচ রোমানিয়া থেকে একজন ফিটনেস কোচও নিয়ে আসবেন।
ব্রুজোন যাওয়ার পর এশিয়া অঞ্চলে কাজ করা অভিজ্ঞ কাউকে নিয়োগ দিতে চেয়েছিল কিংস। এবার সেটাই করলো বাংলাদেশ চ্যাম্পিয়ন ক্লাবটি। ৫৮ বছর বয়সী এই কোচের এশিয়া অঞ্চলের ফুটবলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
সর্বশেষ সৌদি আরবের দ্বিতীয় স্তরের প্রথম বিভাগের ক্লাব আল আইনের কোচের দায়িত্বে ছিলেন। এশিয়ার ক্লাব পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্ট এএফসি কাপের শিরোপা জেতারও কীর্তি আছে এই কোচের। ২০১০ সালে সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ এএফসি কাপের শিরোপাজয়ী দলেরও কোচ তিনি।
শুধু তাই নয় ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ফুটবলেও কাজ করার অভিজ্ঞতা আছে তিতার। দুই মেয়াদে কাজ করেছেন সিরিয়া জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও।