Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ভোজ্যতেল আমদানিতে ভ্যাট ৫% কমল 

SS-Edible-Oil-Price-Rise-180424
[publishpress_authors_box]

সারাদেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর (ভ্যাট) ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে সরকার। এই সুবিধা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে। 

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই ভ্যাট ছাড়ের কথা জানানো হয়েছে।

সয়াবিন তেলের ওপর নতুন করে ৫ শতাংশ ভ্যাট ছাড়ের পর এখন আমদানি পর্যায়ে মাত্র ৫ শতাংশ ভ্যাট বলবৎ থাকবে। এর আগে সয়াবিন তেলের দাম কমাতে গত ১৭ অক্টোবর ৫ শতাংশ ভ্যাট ছাড় দিয়েছিল। তখন সয়াবিন তেল আমদানিতে ১৫ শতাংশ থেকে ৫ শতাংশ কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। এবার সেখান থেকে আমদানি পর্যায়ের ভ্যাট আরও ৫ শতাংশ কমিয়ে মাত্র ৫ শতাংশে নামিয়ে আনা হলো।

এনবিআর পরিচালক (গণমাধ্যম) পরিচালক সৈয়দ এ মু’মেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

এই ভ্যাট অব্যাহতির ফলে ভোজ্যতেলের দাম বাজারে সহনীয় পর্যায়ে থাকবে এবং ভোক্তাকে বর্ধিত মূল্যে ভোজ্য তেল কিনতে হবে না বলে আশা প্রকাশ করেছে এনবিআর।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে দেশে খুচরা পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেল ১৫২ থেকে ১৫৬ টাকায় বিক্রি হয়েছিল। আর এক মাস পর অর্থাৎ মঙ্গলবার প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৭২ টাকায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত