বলিউডের শুন্য দশকের যে চলচ্চিত্রগুলো আজও মানুষকে আবেগে ভাসিয়ে নেয় তার মধ্যে ‘বীর-জারা’ একটি।
শাহরুখ খান এবং প্রীতি জিনতা অভিনীত এই ছবিটি ২০ বছর পর আবারও সিনেমা হলে মুক্তি দেওয়ার পরই বক্স অফিসে দুর্দান্তভাবে সফল!
বলিউডের কিংবদন্তী নির্মাতা ইয়াশ চোপড়ার পরিচালিত এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখার্জী।
২০০৪ সালের এই চলচ্চিত্র আবারও হলের পর্দায় এসে প্রবেশ করেছে ‘১০০ কোটি রুপির ক্লাবে’।
সিনেমাটি প্রথম মুক্তিতে আয় করেছিল বিশ্বব্যাপী ৯৭ কোটি রুপি। যার মধ্যে ভারতের আয় ছিল ৪২.৪০ কোটি রুপি।
আর সেপ্টেম্বরের ১২ তারিখে দ্বিতীয়বার মুক্তির পর আয় দাঁড়িয়েছে এখন পর্যন্ত প্রায় ১০২ কোটি রুপি।