ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) অনলাইনে বিশ্বের সবচেয়ে বড় সিনেমার তথ্যভান্ডার। এখান থেকে জানা যায় বিশ্বের কোনো সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। আইএমডিবি নিয়মিত সপ্তাহের জনপ্রিয়তায় থাকা সিনেমার তালিকা তৈরি করে। এই সপ্তাহের সেরা ৫ সিনেমার তালিকা দেখে নিতে পারেন এক নজরে।
ভেনম: দ্য লাস্ট ড্যান্স
অক্টোবরের ২৫ তারিখ মুক্তি পেয়েছে সুপারহিরো সিনেমা ভেনম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’। আইএমডিবি’র এই সপ্তাহের তালিকাতে শীর্ষ স্থানটি দখল করে রেখেছে টম হার্ডি অভিনীত এই সিনেমা। এর রেটিং ৬.২।
দ্য সাবস্ট্যান্স
আইএমডিবি-তে ৭.৫ রেটিং নিয়ে গত সপ্তাহে শীর্ষে ছিল ডেমি মুর অভিনীত ‘দ্য সাবস্ট্যান্স। সিনেমার কাহিনি এগোয় এক পড়তি তারকাকে নিয়ে যে কিনা কালোবাজারে এক ওষুধের সন্ধান পায় যা দিয়ে সাময়িক ভাবে নিজেকে তরুণ আর কমবয়সী বানানো যায়।
ডোন্ট মুভ
থ্রিলারধর্মী এই সিনেমার গল্প এক শোকাহত নারীকে নিয়ে যাকে একজন খুনি এমন একটা ইঞ্জেকশন দিয়ে দেয় যাতে সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। খুনির হাত থেকে পালানো আর একই সাথে বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে এই সিনেমার রেটিং ৫.৮।
টেরিফায়ার থ্রি
ডার্ক কমেডি এই সিনেমার রেটিং ৬.৬। ক্রিসমাসের আগের রাতে যখন এক শহরের লোকজন ঘুমাতে যাচ্ছে তখন খলনায়ক ‘আর্ট দ্য ক্লাউন’ অরাজকতা-বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা করতে থাকে।
ওম্যান অব দ্য আওয়ার
আইএমডিবিতে ৬.৬ রেটিং নিয়ে পঞ্চম স্থানে থাকা এই সিনেমার গল্পের সময়কাল ১৯৭০’র দশক। শেরিল ব্র্যাড’শ নামে এক নারী একটি জনপ্রিয় রিয়ালিটি শো’র মাধ্যমে সুদর্শন আর আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী রডনি অ্যালকালাকে বেছে নেন জীবনসঙ্গী হিসেবে। কিন্তু সুদর্শন রডনির বিপজ্জনক এক গোপন ব্যাপারের বিষয়ে শেরিল কিছুই জানেন না!