Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

পদে পুনর্বহালের দাবিতে ভাইস চেয়ারম্যানদের মানববন্ধন

পদে পুনর্বহালের দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ভাইস চেয়ারম্যানরা। ছবি : সকাল সন্ধ্যা
পদে পুনর্বহালের দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ভাইস চেয়ারম্যানরা। ছবি : সকাল সন্ধ্যা
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

স্থানীয় সরকারের উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যান পদ থেকে অপসারিতরা মানববন্ধন করে তাদের পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবের  সামনে ‘বাংলাদেশ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাম’ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

অপসারিত পদ ফিরে পাওয়ার আগ পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তবে পদ ফিরে চাইলেও এক্ষেত্রে তারা কোনও আইনি লড়াইয়ে যাবেন না বলেও জানিয়েছেন। মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে তারা শিক্ষাভবনের দিকে চলে যান।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনগুলো সংশোধনের পর জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভায় নির্বাচিত সব চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ করে। তবে স্বপদে বহাল আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর এই পদগুলোর প্রায় সবক’টিতে আওয়ামী লীগ নেতারা ছিলেন। তারা ভোটে নির্বাচিত হলেও আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত সেই নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ।

স্থানীয় সরকারের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে গত ২২ আগস্ট পুনর্বহালের দাবি তোলে অপসারিত নারী ভাইস চেয়ারম্যানরা। দাবি মানা না হলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার হুমকি দেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু।

তবে সোমবার যারা প্রেসক্লাবের সামনে মানবন্ধন করেছেন, তারা কেউই আইনি লড়াইয়ে যেতে চান না বলে জানিয়েছেন।

নাটোরের লালপুর উপজেলার ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সকাল সন্ধ্যাকে বলেন, “আমরা এমন কিছু করব না যাতে সরকারের বিরোধিতা হয়। আমরা জনপ্রতিনিধি, আমরা বুঝি। আমরা চাই সরকার যেন আমাদের সমস্যাটা সমাধান করে দেয়।”

মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে শিক্ষাভবনের দিকে চলে যান আন্দোলনকারীরা। ছবি : সকাল সন্ধ্যা

আইনি লড়াইয়ে যাবেন কি-না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, না। আইনি লড়াইয়ে যাব না আমরা, জাস্ট অনুরোধ।”

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী বলেন, “আমরা আইনি লড়াইয়ে যাব না। আমাদের বিশ্বাস, প্রধান উপদেষ্টা আমাদের দাবি মেনে নেবেন। আমরা নিজেরা যখন আমাদের অভ্যন্তরীণ গ্রুপে কথা বলি, তখন থেকে আমাদের বিশ্বাস– আমাদের দাবি মেনে নেবে।”

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ভাইস-চেয়ারম্যান গোলাপ মিয়া বলেন, “আমরা তো জনগণের ভোট পেয়ে প্রতিনিধি হয়েছি। অন্তর্বর্তী সরকার আমাদেরকে অপসারণ করেছে। উপদেষ্টা যারা আছে তাদের কাছে আমাদের বিনীত  অনুরোধ– জনগণের দাবি নিয়ে আমরা এসেছি। করজোড়ে অনুরোধ করছি যাতে দাবি পূরণ করেন।”

ভবিষ্যতে কোনও কর্মসূচি দেবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, “আমাদের যতদিন পর্যন্ত পুনর্বহাল না করবে আমাদের দাবি নিয়ে আমরা লড়ে যাব।”

পীরগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার বলেন, “আজকে আমরা মানববন্ধন করতে এসেছি। আমাদের একটাই দাবি– আমরা আমাদের পদটাকে বহাল পেতে চাই। আমাদের দাবি যতদিন মেনে নেওয়া না হবে এই রাজপথে ততদিন আমরা আছি।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত