Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

হলান্ডকে ছাপিয়ে ‘গোল মেশিন’ গাইকেরেস

gyk1
[publishpress_authors_box]

সময়টা এখন ভিক্টর গাইকেরেসের। এ বছর আলো ছড়িয়ে আর্লিং হলান্ডকে পর্যন্ত ম্লান করেছেন এই নতুন গোল মেশিন। নেশনস লিগে সর্বোচ্চ গোল নিয়ে শুরু থেকেই লড়াই চলছিল সুইডেনের গাইকেরেস আর নরওয়ের হলান্ডের। শেষ হাসিটা ২৬ বছর বয়সী এই সুইডিশের।

সি’ লিগের ১ নম্বর গ্রুপের শেষ ম্যাচে সুইডেন ৬-০ গোলে আজারবাইজানকে বিধ্বস্ত করে উঠে এসেছে ‘বি’ লিগে। ম্যাচটিতে  ভিক্টর গাইকেরেস করেন ৪ গোল। তাতে এবারের নেশনস লিগে সর্বোচ্চ ৯ গোল তারই।

২০২৪-২৫ মৌসুমে গাইকেরেস

  • নেশনস লিগে সর্বোচ্চ গোল
  • নেশনস লিগে সর্বোচ্চ অ্যাসিস্ট
  • চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোল
  • পর্তুগিজ লিগে সর্বোচ্চ গোল

আর্লিং হলান্ড ৭ গোল করে রয়েছেন দ্বিতীয় স্থানে। রোমানিয়ার রাজভান মারিনের গোল ৬টি আর পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদোর ৫টি। পাশাপাশি নেশনস লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্টও গাইকেরেসের।

শুধু নেশনস লিগেই নয়, গাইকেরেস যৌথ সর্বোচ্চ ৫ গোল করেছেন এবারের চ্যাম্পিয়নস লিগেও। তার সমান ৫টি করে গোল আছে লেভানদোস্কি, কেইন ও রাফিনিয়ার। পর্তুগিজ লিগেও সর্বোচ্চ ১৬ গোল গাইকেরেসের।

সবমিলিয়ে চলতি মৌসুমে ২৪ ম্যাচে করেছেন ৩২ গোল। স্পোর্তিং লিসবনের হয়ে ১৮ ম্যাচে গোল ২৪টি আর সুইডেনের হয়ে ৬ ম্যাচে ৯টি। সেখানে হলান্ডের গোল ২২ ম্যাচে কেবল ২২টি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ২০২৪ সালে করে ফেলেছেন ৫৪ ম্যাচে ৫৮ গোল! হলান্ডের চেয়ে বেশি করেছেন ১৩ গোল আর হ্যারি কেইনের চেয়ে বেশি ১৫টি।

এক বছরে সবচেয়ে বেশি ৯১ গোলের (২০১২) রেকর্ড অবশ্য লিওনেল মেসির। সেই মাইলফলক থেকে যোজন যোজন দূরে গাইকেরেস। তারপরও সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার এখন তিনিই। আগামীতে নিশ্চয়ই কাড়াকাড়ি হবে তাকে নিয়ে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত