বিশ্বকাপ বাছাইয়ে আবারও হেরেছে ব্রাজিল। এবার প্যারাগুয়ের মাঠ থেকে ১-০ গোলে হেরে ফিরেছে সেলেসাওরা। তারকাখচিত দল নিয়েও ব্যর্থতার গাড়ি চলমান পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। রিয়াল মাদ্রিদে আলো ছড়ানো ভিনিসিয়ুস জুনিয়রকে জাতীয় দলের জার্সিকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। প্যারাগুয়ের কাছে হারের পর এই ফরোয়ার্ড ক্ষমা চেয়েছেন ব্রাজিল সমর্থকদের কাছে।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন হারের পর ইকুয়েডরের বিপক্ষে আগের ম্যাচেই জয়ে ফিরেছিল ব্রাজিল। ওই ম্যাচই শেষ! আবারও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তাতে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে সেলেসাওরা।
ইকুয়েডরের বিপক্ষে জিতলেও ভিনিসিয়ুসকে দুয়ো দিয়েছিলেন ব্রাজিলের সমর্থকরা। প্যারাগুয়ে ম্যাচেও নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। ম্যাচ শেষে তিনি ক্ষমা চেয়েছেন দর্শকদের কাছে, “আমরা সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী, যারা সবসময় আমাদের পাশে থাকে।”
ব্রাজিল যে অবস্থানে আছে, সেটি মোটেও প্রত্যাশা করেন না ভিনি। ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে তারা খেলতে পারবেন কিনা, এই আলোচনাও উঠেছে। বিষয়টা ভাবাচ্ছে রিয়াল মাদ্রিদ তারকাকে, “আমরা জানি আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, যেকোনও মূল্যে ব্রাজিলকে এই অবস্থা থেকে বের করে আনতে চাই। আমাদের সবাইকে এখন বাড়ি যেতে হবে এবং ভালো খেলায় ফিরে আসার জন্য কী করতে পারি তা নিয়ে ভাবতে হবে।”
সঙ্গে যোগ করেছেন, “আমরা এখানে (পয়েন্ট টেবিলে) আসতে পারি না, এই পয়েন্টগুলো হারাতে পারি না এবং আমরা যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারি না। এটি একটি কঠিন সময়, আমাদের অবশ্যই সব সমালোচনাকে মেনে নিতে হবে এবং ব্রাজিলকে শীর্ষে রাখতে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে হবে।”