স্পেনের কয়েকটি মিডিয়া ‘ব্রেকিং নিউজ’ দিচ্ছে কয়েক সপ্তাহ আগে থেকে। এবার ব্যালন ডি’অর জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র। সান্তিয়াগো বার্নাব্যুতে ডর্টমুন্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়র যে মায়াবী পারফর্ম্যান্স করলেন, তাতে গ্যালারি থেকেই উঠল ব্যালন ডি’অরের আওয়াজ।
ভিনিসিয়ুসের খেলায় মুগ্ধ ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রিও ফার্ডিনান্ড মাইক্রোফোন হাতে বলছিলেন, ‘ব্যালন ডি’অর, ব্যালন ডি’অর, ব্যালন ডি’অর… ব্যালন ডি’অর এখন ভিনিসিয়ুসের ব্যাগে।’’ সবমিলিয়ে ৯ বার ভিনিসিয়ুসের নামের বদলে ব্যালন ডি’অর বলেছিলেন ফার্ডিনান্ড।
ভিনিসিয়ুসের সাবেক সতীর্থ করিম বেনজেমাও ব্যালন ডি’অর দেখছেন ভিনির হাতে। ভিনির হ্যাটট্রিকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যালন ডি’অর লিখে পাশে আগুনের তিনটি হলকা দিয়েছেন এই ফরাসি তারকা।
ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরির মতামতটা এরকম, ‘‘ভিনি কোপায় ভালো খেলেনি কিন্তু সে কি যোগ্য দাবিদার? হ্যাঁ, সে অসাধারণ। এই মুহূর্তে আমার মতে সেই সেরা ফরোয়ার্ড আর ব্যালন ডি’অরের দাবি রাখে।’’
ভিনির খেলায় আবার পেলের ছায়া দেখেছেন রিয়াল কিংবদন্তি এমিলিও বুত্রাগুয়েনো। এর কারণও আছে। ৮৬তম মিনিটে নিজেদের অর্ধে বরুসিয়া ডর্টমুন্ডের গোলপোস্ট থেকে প্রায় ৮০ মিটার দূরে বল পেয়েছিলেন ভিনিসিয়ুস। এরপর ছুটলেন দুরন্ত বেগে। ৯ টাচে ৭০ মিটার এগিয়ে গোল করেছিলেন ১০ম টাচে।
তৃতীয় গোলের সময় আবার তিন ডিফেন্ডারকে কাটানোর পথে ডিবক্সে ব্রাজিলিয়ানদের চির পরিচিত ‘বডি ফেইন্ট’ করেছিলেন ভিনিসিয়ুস। এজন্যই পেলের সঙ্গে তার তুলনা টেনেছেন এমিলিও বুত্রাগুয়েনো, ‘‘যেভাবে বক্সে ঢুকে ভিনি বডি ফেইন্ট করল তাতে মনে পড়ল পেলেকে।’’
দুই গোলে পিছিয়ে পড়ার পর ভিনি জাদুতে ম্যাচটা ৫-২’এ জিতেছে রিয়াল। ম্যাচ শেষে তার ব্যালন ডি’অর পুরস্কার ছাপিয়ে সতীর্থ লুকাস ভাসকেজ দৃষ্টি দিলেন অন্য দিকে, ‘‘ ভিনিকে বলেছি, প্রতিটা গোলের পর সে-ই ব্যালন ডি’অর। বিরতির পর ভিনিসিয়ুসের খেলা সব শিশুকে দেখানো উচিত, তাহলে তারা বুঝবে কীভাবে ফুটবল খেলতে হয়।’’
প্যারিসে ৫ দিন পর হতে যাওয়া ব্যালন ডি’অর নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি জানালেন, ‘‘মনে হচ্ছে ভিনিসিয়ুসই জিতবে। তবে গত মৌসুমে যা করেছে, তার জন্য। আজ রাতের ৩ গোল ওকে পরের ব্যালন ডি’অর জিততে সাহায্য করবে।’’
ব্যালন ডি’অর জিতবেন কিনা, নিশ্চিত নন ভিনিসিয়ুস। তবে তার চাওয়াটা জানালেন মুভিস্টারকে ,‘‘আমি আরও গোল করে ভক্তদের পুরস্কৃত করতে চাই। আমার বয়স ২৪ বছর, চিরকাল থাকতে চাই মাদ্রিদে।’’