ব্যালন ডি’অরের ফেভারিট ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেটা জিতেননি। প্রতিবাদে ব্যালন ডি’অর বয়কট করেছিল রিয়াল। তবে হতাশ করল না ফিফা। এ বছরের ফিফা দ্য বেস্ট জিতলেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের এই তারকা। আজ (মঙ্গলবার) দোহায় এই ঘোষণা দেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো।
অনুষ্ঠানে এসেছিলেন ভিনিসিয়ুস। পুরস্কারটা নিয়েছেন নিজেই। ব্যালন ডি’অরের হতাশা ঘুচিয়ে অবশেষে ফিফার সেরার স্বীকৃতি তার। ভিনি পেয়েছেন ৪৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রদ্রির পয়েন্ট ৪৩। আর জুড বেলিংহাম তৃতীয় হয়েছেন ৩৭ পয়েন্ট নিয়ে।
গত মৌসুমে রিয়ালের হয়ে ৩৯ ম্যাচ ২৪ গোল করার পাশাপাশি ভিনির অ্যাসিস্ট ছিল ১১টি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর গোল করেছিলেন স্প্যানিশ সুপার কাপ ফাইনালে (হ্যাটট্রিক, বিপক্ষ বার্সা)।
🇧🇷 Vinicius Jr: “It was looking impossible for me to arrive here on this stage… I arrived from a small place, close to poverty and crime. Now I’m here.
— Football Tweet ⚽ (@Football__Tweet) December 17, 2024
I want to thank the people who voted for me, the players, the coaches, the fans. This is very important to me.” pic.twitter.com/VslPMENNXV
রিয়ালকে জিতিয়েছেন লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ। তাতেই ষষ্ঠ ব্রাজিলিয়ান আর ২০০৭ সালে কাকার পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে হলেন ফিফার সেরা।
তবে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে একই মৌসুমে গোল করেছেন দুটি আলাদা ফাইনালে (চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ)।
এজন্যই ভিনি কোচদের কাছ থেকে পেয়েছেন ৪৩৮ পয়েন্ট, অধিনায়কদের কাছ থেকে ৬১৭ পয়েন্ট, মিডিয়ার কাছ থেকে ৫৩৮ পয়েন্ট আর ভক্তদের ভোট পেয়েছেন ১১ লাখ ৪৭ হাজার ২৭৬টি। ভিনির চেয়ে রদ্রি সামান্য বেশি ভোট পেয়েছেন কোচ ও মিডিয়ার।
রদ্রি কোচদের কাছ থেকে পেয়েছেন ৪৬১ পয়েন্ট আর মিডিয়ার কাছ থেকে ৫৪৩। তবে অধিনায়কদের কাছ থেকে পেয়েছেন কেবল ৩৭৩ পয়েন্ট আর ভক্তদের কাছ থেকে ২ লাখ ৬৪ হাজার ৮৩৫ ভোট। তিনি পিছিয়ে পড়েছেন এখানেই।
মেয়েদের সেরা বোনমাতি
টানা দুবার ব্যালন ডি’অর জিতেছিলেন আইতানা বোনমাতি। জিতেছিলেন গতবারের ফিফা দ্য বেস্টও। এবারও পুরস্কারটা জিতলেন স্প্যানিশ নারী এই ফুটবলার। তাতে ২০২৩ ও ২০২৪ সালে টানা দুবার করে ব্যালন ডি’অর ও দ্য বেস্টের কৃতিত্ব তার।
সেরা কোচ আনচেলোত্তি
সেরা কোচের পুরস্কার জিতলেন রিয়ালের কার্লো আনচেলোত্তি। আর্সেন ওয়েঙ্গারের কাছ থেকে পুরস্কারটা নেন তিনি।যুক্তরাষ্ট্রের নারী দলের ইংলিশ কোচ এমা হেইস জিতেছেন ফিফা দ্য বেস্টে বর্ষসেরা নারী কোচের পুরস্কার।
মার্তার হাতে মার্তার নামে পুরস্কার
ছেলেদের সেরা গোলের পুসকাস অ্যাওয়ার্ড চালু ছিল আগে থেকে। এবারই প্রথম মেয়েদের সেরা গোলের মার্তা পুরস্কার চালু করেছে ফিফা। সেই পুরস্কারটা পেলেন কিনা ব্রাজিল কিংবদন্তি মার্তাই।
ছেলেদের বর্ষসেরা গোলের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো।
সেরা গোলকিপার মার্তিনেস
আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস জিতলেন সেরা গোলকিপারের পুরস্কার। ২০২২ সালে ফিফা দ্য বেস্টের সেরা গোলকিপার হলেও গত বছর পাননি পুরস্কারটি। এক বছর বিরতি দিয়ে আবারও শ্রেষ্ঠত্ব তার।
বর্ষসেরা নারী গোলকিপারের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের অ্যালিসা নায়েহার।
বর্ষসেরা পুরুষ দল
এমিলিয়ানো মার্তিনেস, দানি কারভাহাল, রুবেন দিয়াস, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, জুড বেলিংহাম, রদ্রি, টনি ক্রুস, লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র।