ইউরোপিয়ান ফুটবলে ম্যাচ বেড়েছে। প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ বেড়েছে। বেড়েছে চোট আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যাও। ক্লাব ফুটবলের সঙ্গে জাতীয় দলেও পড়ছে সেটির মারাত্মক প্রভাব। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে যেমন একাদশ সাজাতে পরীক্ষায় বসতে হচ্ছে। চোটজর্জর সেলেসাওদের স্বস্তির জায়গায় কেবল ভিনিসিয়ুস জুনিয়রের ফেরা।
অক্টোবরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে পেরু ও চিলির বিপক্ষে খেলেছে ব্রাজিল। কাঁধের চোটে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটি খেলতে পারেননি ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে ছাড়াই অবশ্য দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে ব্রাজিল।
জয়ের ধারা সচল রাখার মিশনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ৩টায় ভেনেজুয়েলার মাঠে আতিথ্য নিচ্ছে ব্রাজিল। ভিনিসিয়ুস ফেরার এই ম্যাচে সেলেসাওদের শক্তি আরও বাড়ার কথা। কিন্তু সেটি হচ্ছে না। কারণ ব্রাজিল পাচ্ছে না তার রিয়াল মাদ্রিদ সতীর্থ রোদ্রিগোকে। গত শনিবার ওসাসুনার বিপক্ষে রিয়ালের ৪-০ গোলে জেতার ম্যাচে মাংসপেশীর চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।
চোটসমস্যা আছে আরও। ওসাসুনার বিপক্ষে ওই ম্যাচে রোদ্রিগোর পর স্ট্রেচারে কারে মাঠ ছেড়েছেন ব্রাজিল ডিফেন্ডার এদের মিলিতাও। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ছুরিকাচির নিতে যেতে হচ্ছে তাকে।
প্রতিপক্ষকে মাঠে সামলানোর আগে চোটের বিপক্ষে তাই লড়তে হচ্ছে ব্রাজিলকে। সেলেসাও কোচ দোরিভাল জুনিয়র বলেছেন, “আমার মনে হয়, গত কিছুদিন আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। দুর্ভাগ্যবশত, একজনের পর আরেকজন চোটে পড়ছে। এখন পড়ল মিলিতাও।”
দোরিভাল এই ম্যাচে পাচ্ছেন না মিডফিল্ডার আন্দ্রে ও লেফট ব্যাক গিলহের্মে আরানাকে। উরুগুয়ের বিপক্ষে পরের ম্যাচে তারা ফিট হয়ে উঠতে পারেন কিনা, সেই চেষ্টায় এখন ব্রাজিল। ফলে ভেনেজুয়েলার বিপক্ষে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন দোরিভাল।
প্রায় এক বছর পর গত মাসে মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু আবার চোট পেয়ে ছিটকে গেছেন তিনি। নেইমারকে নিয়েও কথা বলেছেন ব্রাজিল কোচ, “নেইমারের ফেরাটা হয়েছে ধীরে ধীরে। এমন একটি মুহূর্ত অতিক্রম করা সহজ নয়। এটি আপনাকে শক্তিশালী ও আরও স্থিতিশীল করে তোলে। কেউ চায় না এটা ঘটুক, কিন্তু হয়েছে। আমরা তাদের সবার দ্রুত ফিরে আসার প্রার্থনা করছি।”
বিশ্বকাপ বাছাইয়ে খুবই খারাপ অবস্থানে ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়। তবে জয়ের পথে ফিরে ব্রাজিল এখন পয়েন্ট টেবিলের চার নম্বরে। অক্টোবরে জয় পেয়েছে দুই ম্যাচেই। এবারও দোরিভালের ব্রাজিলের লক্ষ্য একই।