Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

এবারের ব্যালন ডি’অর ভিনিসিয়ুসের, দাবি মার্কার

vini-12
[publishpress_authors_box]

২৮ অক্টোবর জানা যাবে ব্যালন ডি’অর জয়ীর নাম। তবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা আগেই বিজয়ীর নাম ঘোষণা করল। সংবাদ মাধ্যমটির দাবি, এবারের ব্যালন ডি’অর জিতবেন ভিনিসিয়ুস জুনিয়র।

২০২৩-২৪ মৌসুম দুর্দান্ত কেটেছে ভিনিসিয়ুসের। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতার পথে করেছেন ২৪ গোল। সহায়তা করেছেন ১১ গোলে। ব্যক্তিগত পারফরম্যান্স ও দলীয় সাফল্যে ব্রাজিলিয়ান তারকার হাতে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর পুরস্কার উঠছে বলে দাবি মার্কার।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ভিনিসিয়ুস যে ব্যালন ডি’অর জিতছেন, সেটি জানিয়ে দেওয়া হয়েছে তাকে। পুরস্কারটি পাওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির রোদ্রি ও রিয়াল সতীর্থ জুড বেলিংহামকে।

মার্কার খবরটি সত্যি হলে গত সাত বছরে রিয়ালের চতুর্থ খেলোয়াড় হিসেবে পুরস্কারটি হাতে তুলতে যাচ্ছে ভিনিসিয়ুস। এই সময়ে মাদ্রিদের ক্লাবটির হয়ে ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো, লুকা মদরিচ ও করিম বেনজেমা।

গত ১৫ বছরে রিয়াল খেলোয়াড়ের বাইরে পুরস্কারটি জিতেছেন কেবল লিওনেল মেসি। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

এবারের ব্যালন ডি’অরে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় রিয়ালের খেলোয়াড় ছয়জন। অবসর নেওয়া টনি ক্রুস ছাড়াও রয়েছেন ভিনিসিয়ুস, বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, আন্টোনিও রুডিগার ও ফেদে ভালভার্দে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত