Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

২০ বছরের পুরোনো গান ‘ছিঃ ছিঃ রে ননী’ হঠাৎ কেন ভাইরাল

ছি ছি রে ননী ভাইরাল
[publishpress_authors_box]

অনলাইনে কত কী যে ভাইরাল হয়ে যায়। আবার খুব দ্রুত সেসব হারিয়েও যায়। ফেইসবুকের কয়েকদিন রাজুদা নিয়ে খুব আলোচনা হলো। তা কিছুটা মিইয়ে যেতেই এবার এলো ওড়িয়া গান ‘ছিঃ ছিঃ রে ননী’।

কিন্তু ২০ বছর আগেই রিলিজ পাওয়া এই গান শুনে কেন এতো হৈচৈ সামাজিক মাধ্যমে?

শুধু কী সামাজিক মাধ্যম? বিয়ে বাড়ি, বনভোজন থেকে শুরু করে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মেও ট্রেন্ডিংয়ে রয়েছে গানটি।

কী আছে এই গানে? অর্থই বা কী?

এককথায় বললে এই গান আসলে এক আহত প্রেমিকের হাহাকার। যন্ত্রণায় কাতর এক প্রেমিক দোষারোপ করছেন প্রেমিকা ননীকে।

বলছেন, ”ধনসম্পদই কেবল দেখলে ননী, মনকে চিনলে না? সোনাদানা চিনলে, মানুষ চিনলে না?” কাজের খোঁজে গ্রাম ছেড়ে যেতে হয়েছিল ওই প্রেমিককে। কিন্তু ফিরে এসে দেখে ননীর বিয়ে হচ্ছে অন্যত্র। ভগ্ন হৃদয়ে তখন গানে গানে হাহাকার করছেন তিনি। ওড়িয়া হলেও বাংলাদেশের আর্থ-সামাজিক পরিস্থিতিতে এই হাহাকার অনেকেরই মনের কথা। 

এই গানটি মূলত ওড়িশার সম্বলপুর অঞ্চলের লোকসংগীত। এটি প্রথম রেকর্ড করা হয়েছিল ১৯৯৫ সালে, পরে ২০০৫ সালে গানটির মিউজিক ভিডিও তৈরি করা হয়। ভিডিওর পরিচালক মানবভঞ্জন জানান, এতে এক গরিব কৃষকের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যে কিনা প্রেমিকার বিচ্ছেদে কষ্ট পেয়ে গানটি গায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত