Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

১৭ বছরেও ভাগ্য বদলায়নি কোহলির

কোহলি-৫১
[publishpress_authors_box]

তার ব্যাটে এত এত রেকর্ড। রানের ছড়াছড়ি। বিশ্বকাপ পর্যন্ত জিতেছেন। কিন্তু ১৭ বছর ধরে একটা ‘ভূত’ কিছুতেই পিছু ছাড়ছে না বিরাট কোহলিকে। আইপিএল এলেই তিনি হতাশায় মুখ লুকিয়ে মাঠ ছাড়েন। এ বছরও ব্যতিক্রম হলো না। আরেকটি ব্যর্থতার আইপিএল শেষ করে বিদায় নিয়েছে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। প্রথম আসর থেকে বেঙ্গালুরুর সঙ্গে আছেন কোহলি। প্রতিবার দুর্দান্ত দল গড়লেও শেষে এসে একই পরিণতি বরণ করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে। এবারও ভাগ্য বদলায়নি বেঙ্গালুরুর, ভাগ্য বদল হয়নি কোহলিও। প্লে-অফ থেকে বিদায় নিয়েছে তারা।

চেন্নাই সুপার কিংসের সঙ্গে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে এলিমিনেটর নিশ্চিত করেছিল বেঙ্গালুরু। কিন্তু রাজস্থান রয়্যালসের বিপক্ষে লড়াই জিততে পারেনি। ৪ উইকেটে হেরে বিদায় নিয়েছে ২০২৪ সালের আইপিএল থেকে। তাতে ১৭ বছর ধরে খেলেও আইপিএল শিরোপা জেতা হলো না কোহলির।

এবারের আইপিএল দুর্দান্ত কেটেছে এই ব্যাটারের। ৭৪১ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করলেন মিশন। এলিমিনেটর ম্যাচেও জ্বলে উঠেছিল তার ব্যাট। ২৪ বলে করেন ৩৩ রান। এছাড়া রজত পতিদারের ২২ বলে ৩৪ ও মহিপল লমররের ১৭ বলে খেলা ৩২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রান করে বেঙ্গালুরু।

সেই লক্ষ্যে দারুণ শুরু পায় রাজস্থান। তাদের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও টম কোহলার-ক্যাডমোর যোগ করেন ৪৬ রান। জয়সওয়াল ছিলেন বেশি ভয়ঙ্কর। বাঁহাতি ওপেনার ৩০ বলে করেন ৪৫ রান।

তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে রাজস্থানকে জয়ের পথে নিয়ে যান রিয়ান পরাগ (২৬ বলে ৩৬) ও শিমরন হেটমায়ার (১৪ বলে ২৬)। আর দলের জয় নিশ্চিত করেন রোভম্যান পাওয়েল (৮ বলে ১৬*)।

দারুণ বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রবিচন্দ্রন অশ্বিন। রাজস্থান স্পিনার ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ২ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত