বাংলাদেশ এখনও টেস্টে হারাতে পারেনি ভারতকে। এবারের ভারত সফরও সহজ হওয়ার কথা নয় নাজমুল হোসেন শান্তদের। তবে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করার পর বদলে গেছে ছবিটা।
জাসপ্রিত বুমরাসহ কয়েকজনকে বিশ্রাম দেওয়ার কথা থাকলেও সেরা দলটা নিয়েই চেন্নাইয়ে খেলবে ভারত।
অনুশীলনেও যথেষ্ট ঘাম ঝড়াচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। নাহিদ রানাকে সামলাতে অনুশীলনে আনা হয়েছে তার উচ্চতার এক পেসার। এভাবেই রবিবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের নেটে ব্যাট করছিলেন বিরাট কোহলি।
এমন সময় তার মারা একটি বল লাগে ড্রেসিংরুমের কাছের দেয়ালে। সেই শটে এতটাই জোর ছিল যে, বলের আকারের গর্ত হয়ে যায় দেয়ালে। সম্প্রচারকারী চ্যানেল জিও সিনেমার ক্যামেরায় ধরা পড়ে পুরো ঘটনা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল রীতিমতো।
বাংলাদেশের বিপক্ষে ৬ টেস্টে ২ সেঞ্চুরিসহ বিরাট কোহলির রান ৪৩৭। তার ক্যারিয়ার টেস্ট গড় ৪৯.১৫ হলেও বাংলাদেশের বিপক্ষে সেটা ৫৪.৬২।
২০১৭ সালে হায়দরাবাদে খেলেছিলেন ২০৪ রানের ইনিংসও। এবারও নিজের চেনা ছন্দেই খেলতে চাইবেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।