Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
বেঙ্গালুরুকে হারিয়েছে কলকাতা

আলিঙ্গনে বিবাদ মেটালেন গম্ভীর-কোহলি

জড়িয়ে ধরে ঝামেলা মিটিয়েছেন গম্ভীর-কোহলি। ছবি : এক্স
জড়িয়ে ধরে ঝামেলা মিটিয়েছেন গম্ভীর-কোহলি। ছবি : এক্স
[publishpress_authors_box]

গৌতম গম্ভীর ও বিরাট কোহলির বিবাদ নতুন নয়। আজ (শুক্রবার) কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে দুজনের তিক্ততা অন্য পর্যায়ে যায় কিনা-আগ্রহ ছিল সেটা নিয়ে। তবে বিবাদ মিটিয়ে কোহলিকে জড়িয়েই ধরলেন গম্ভীর।

এ নিয়ে ধারাভাষ্যে ভারতীয় সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী মজা করে গম্ভীর ও কোহলিকে ‘ফেয়ার-প্লে’ পুরস্কার দেওয়ার কথা বলছিলেন। সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার তখন মজা করে বলেন, ‘‘শুধু ফেয়ারপ্লে পুরস্কার নয়, অস্কার দেওয়া উচিত দুজনকে।’’

বেঙ্গালুরুর মাঠে ম্যাচটা অবশ্য কলকাতা জিতেছে ৭ উইকেটে। বেঙ্গালুরুর ১৮২ রানের চ্যালেঞ্জ ১৯ বল হাতে রেখে পেরিয়ে যায় তারা। এবারের আইপিএলে এবারই প্রথম প্রতিপক্ষের মাঠে জয় পেল কোন দল।

বিফলে যায় কোহলির ৫৯ বলে ৮৩ রানের হার না মানা ইনিংসটি। কোহলি ছক্কা মেরেছিলেন ৪টি। আইপিএলে তার ছক্কা এখন ২৪১টি, যা চতুর্থ সেরা।

 কলকাতার হয়ে সুনীল নারিন ২২ বলে ৪৭ রানের পাশাপাশি ১ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। প্রায় ২৫ কোটি রুপির বোলার মিচেল স্টার্ক ছিলেন ব্যর্থ। ৪ ওভারে ৪৭ রান দিয়ে পাননি উইকেটের দেখা। তবে এসব ছাপিয়ে বেশি আলোচনায় গম্ভীর-কোহলির সন্ধি।

বেঙ্গালুরুর ইনিংসের ১৬ ওভার শেষে টাইম আউট হয়েছিল। মাঠে নামেন গম্ভীর ও চন্দ্রকান্ত পণ্ডিত। কেকেআরের ক্রিকেটারদের শেষ চার ওভারের পরিকল্পনা জানান দুজন। তখন পাশে দাঁড়িয়ে পানি খাচ্ছিলেন কোহলি। হঠাৎ গম্ভীর এগিয়ে যান কোহলির দিকে। ঝামেলার আশঙ্কায় চিন্নাস্বামীর গ্যালারি থেকে শুরু হয় চিৎকার।

তবে এবার কোহলিকে হাসি মুখে জড়িয়ে ধরেন গম্ভীর। পাল্টা কোহলিও হাসেন। কিছু কথা বলেন দুজন, পরে ডাগ আউটে ফিরে যান গম্ভীর। বিবাদ মিটে যাওয়ায় স্বস্তি নেমে আসে গ্যালারিতে।

গম্ভীর যখন কেকেআরের অধিনায়ক তখনই একটি ম্যাচে মাঠে লেগে গিয়েছিল দুই ক্রিকেটারের। মাঠে তর্কের পরে ডাগ আউটে ফিরে চেয়ারে লাথি মারতেও দেখা গিয়েছিল গম্ভীরকে।

গত মৌসুমে গম্ভীর লখনৌয়ের মেন্টর থাকার সময় ঝামেলা হয় আরও একবার। নবীন উল হকের সঙ্গে কোহলির সমস্যা হলে এর মাঝে ঢুকে পড়েন গম্ভীর। পরিস্থিতি এমন হয়েছিল যে দু’জনকে সরাতে হিমশিম খাচ্ছিলেন সতীর্থরা।

এবার গম্ভীর কলকাতা নাইট রাইডার্স-এর মেন্টর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ শুরুর আগে খোঁচা দিয়ে বলেছিলেন, ‘‘স্বপ্নেও একটা দলকে হারাতে চাই, সেটা বেঙ্গালুরু। ওরা কিছুই জিতেনি কিন্তু এমন ভাব দেখায় যেন সব জিতে গেছে।’’

আজকের আলিঙ্গনের পর এই তিক্ততা কমারই কথা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত