Beta
রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

২২ গজের চেনা জীবনে ফিরতে চলেছেন কোহলি

kkk

বিরাট কোহলিকে খুঁওজ পাওয়া যাচ্ছিল না একটা সময়! পরে জানা যায় দ্বিতীয় সন্তানের জন্মের জন্য স্ত্রী অনুষ্কা শর্মা ও মেয়ে ভামিকাকে নিয়ে গিয়েছিলেন লন্ডনে।

গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় বার মা হয়েছেন অনুষ্কা। তার পর এক মাস স্ত্রী অনুষ্কা, মেয়ে ভামিকা আর ছেলে অকায়ের সঙ্গে লন্ডনেই ছিলেন কোহলি। অবশেষে আজ (রবিবার) ভারতে ফিরেছেন সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার।

মুম্বাই বিমানবন্দরে কোহলির আসার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে চনমনেই দেখা গেছে তাকে। ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ২২ গজের চেনা জীবনে ফিরতে চলেছেন কোহলি।

আজই (রবিবার) আইপিএলের দল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের ক্যামেবপ যোগ দিতে পারেন কোহলি। এবারের আইপিএলে শুরু থেকে খেলতে চান তিনি। ২২ মার্চ আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ রয়েছে বেঙ্গালুরুর।

আইপিএলের পর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোহলি খেলতে চান বিশ্বকাপেও।  তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে না রাখার গুঞ্জন রয়েছে সংবাদ মাধ্যম। তার জায়গায় সুযোগ দেওয়া হতে পারে তরুণ কাউকে। তবে আইপিএলে কোহলি ভালো করলে বদলে যেতে পারে চিত্রপট।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত

Add New Playlist