গত বিশ্বকাপ জিতেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এবারের চ্যাম্পিয়নস ট্রফি শেষে এই দুজনের ওয়ানডে ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে সেই গুজব উড়িয়ে দিলেন দুজনই।
রোহিত সরাসরিই সংবাদ সম্মেলনে বললেন অবসর নিয়ে ভাবছেন না মোটেও, ‘‘এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না আমি। এ নিয়ে যেন কোনো গুজব না ছড়ায় সেটা নিশ্চিত করতেই বললাম কথাটা।’’
নিজের খেলার ধরন বদলেছেন রোহিত শর্মা। এর কারণ নিয়ে জানালেন, ‘‘সবার আগে বুঝতে হবে পিচ কী রকম। সেই অনুযায়ী খেলতে হবে। আগে আগ্রাসী খেলতে গিয়ে আউট হয়েছি। তবে শট মারার ধরনের উপর অনেক কিছু নির্ভর করছে। দলের ব্যাটিং গভীরতা আমাকে আরও স্বাধীন ভাবে খেলার সুযোগ করে দেয়। জাদেজার মতো ক্রিকেটার আট নম্বরে খেলতে নামছে। এটাই আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে বাধ্য।”

বিরাট কোহলি আর রোহিত কি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলবেন? এমন কোনো দিনক্ষণ নির্ধারণ করেননি কোহলি। ভারতের বর্তমান দল যে সঠিক পথেই অঅছে ক্যারিয়ারের শেষ দিকে এসে এ নিয়ে সন্তুষ্টি জানালেন কোহলি, ‘‘যখন আপনি ছাড়তে চান, আপনি চেষ্টা করেন দলকে ভাল জায়গায় নিয়ে গিয়ে ছাড়তে। দলের ভবিষ্যৎ ভাল হাতে রয়েছে। আমাদের যা দল তাতে আগামী ৮ থেকে ১০ বছর ক্রিকেট শাসন করার জন্য আমরা তৈরি।’’
ভারত চ্যাম্পিয়নস ট্রফি জেতার পরেই অভিনব উল্লাস করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ডান্ডিয়া নাচতে দেখা গেছে তাদের। ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে নিশ্চিন্তও দুজন। তরুণদের নিয়ে কোহলির সন্তুষ্টি, ‘‘ড্রেসিংরুমে প্রচুর প্রতিভা আছে। ওরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা শুধু ওদের পথ দেখিয়ে দিচ্ছি। আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি। ওদের জন্যই এই দলকে এত শক্তিশালী দেখাচ্ছে।”



