সূর্যকুমার যাদবকে নিয়ে বলা হয় ‘বন্যেরা বনে সুন্দর সূর্যকুমার টি-টোয়েন্টিতে’। সেটা কেন, আরও একবার প্রমাণ করলেন তিনি। পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ভারতকে জিতিয়েছেন সূর্য।
২৬ বলে ৮ বাউন্ডারি ২ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। রেকর্ডটা হয়েছে তাতেই। টি-টোয়েন্টিতে এ নিয়ে যৌথ সর্বোচ্চ ১৬বার ম্যান অব দ্য ম্যাচ হলেন সূর্যকুমার, সেটাও কেবল ৬৯ ম্যাচে।
এর আগে বিরাট কোহলি ১৬বার ম্যাচ সেরা হয়েছিলেন ১২৫ ম্যাচে। কোহলির চেয়ে ৫৬ ম্যাচ কম খেলে তার রেকর্ড স্পর্শ করলেন সূর্যকুমার।
সর্বোচ্চ ম্যাচ সেরা
খেলোয়াড় ম্যাচ সেরা ম্যাচ
সূর্যকুমার যাদব ১৬ ৬৯
বিরাট কোহলি ১৬ ১২৫
সিকান্দার রাজা ১৫ ৯১
মোহাম্মদ নবি ১৪ ১২৯
রোহিত শর্মা ১৪ ১৫৯
এছাড়া সিকান্দার রাজা ১৫বার ম্যাচ সেরা হয়েছেন ৯১ ম্যাচে। মোহাম্মদ নবি ও রোহিত শর্মা ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন সমান ১৪বার করে।
ম্যাচ সেরা হয়ে সূর্যকুমার বললেন, ‘‘এটা রিয়ান পরাগ স্পেশালই বলা যায় (৩ উইকেট নিয়েছেন)। আমি ওকে আগে বোলিং করতে দেখেছি নেটে। ব্যাটাররা যদি এভাবে বোলিং করে সাহায্য করে দেয় তাহলে তো খুব ভালো, আমার কাজ সহজ হয়ে যাবে। আমি চেষ্টা করেছি ভিত গড়ে দিতে, তবে জানি দলে এত দক্ষ ক্রিকেটাররা রয়েছে আমি কখনও ব্য়র্থ হলেও ওরা সামলে দেবে। আমি অধিনায়ক হতে চাই না, নেতা হতে চাই ওদের ’’।