Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজে সূর্যকুমার-রোহিতের পরই কোহলি

তব
[publishpress_authors_box]

বোমাটা ফাটিয়েছে ‘দ্য টেলিগ্রাফ’। জুনে হতে যাওয়া বিশ্বকাপে নাকি খেলা হবে না বিরাট কোহলির? এর কারণ দুটি। প্রথমত সেই ২০২২ বিশ্বকাপের পর কোহলি টি-টোয়েন্টি খেলেছেন মাত্র দুটি। আরেকটা কারণ, ওয়েস্ট ইন্ডিজের ধীর গতির উইকেটে কোহলির ব্যর্থ হওয়ার শঙ্কা।

ভারতীয় সাবেকরা এ নিয়ে ‘কড়া’ কোন মন্তব্য করেননি এখনও। তবে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ ইরফান রীতিমতো ক্ষুব্ধ এই খবরে। ‘নিউজ২৪’–কে ইরফান জানালেন, ‘‘বিরাট কোহলিকে বাদ দিয়ে দল সাজাতে পারেন না আপনি। সে বিশ্বের সেরা ব্যাটার। গত বিশ্বকাপে সে একাই ভারতকে ৩–৪টি ম্যাচ জিতিয়েছে। টি–টোয়েন্টি বিশ্বকাপে কোহলির জায়গা পাওয়া নিয়ে যারা প্রশ্ন তোলে, তারা গলির ক্রিকেটের যোগ্য।’’

ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড তো বিশ্বাসই করছেন খবরটা, ‘‘ সত্যি হতে পারে না এটা। ভক্তদের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে খেলাটিকে ছড়িয়ে দিতে আইসিসি বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্রে। ভারত-পাকিস্তান ম্যাচ হবে নিউইয়র্কে, সেখানে সবচেয়ে বড় আকর্ষণ কোহলি। ওকে দলে নেওয়া হবে বলে নিশ্চিত আমি।’’

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৪ টি-টোয়েন্টি খেলে ভারত জিতেছে ৭টি, হেরেছেও ৭টি। সেখানে ভারতের হয়ে সবচেয়ে সফল সুরেশ রায়না। ৬ ম্যাচ খেলে ১টি সেঞ্চুরিসহ ১৪১.৬৬ স্ট্রাইক রেটে ২২১ রান করেছেন তিনি। তবে স্ট্রাইক রেটে রায়না শীর্ষে নেই।

ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টিতে ১০০’র বেশি রান করা ভারতীয়দের মধ্যে তৃতীয় সেরা স্ট্রাইক রেট কোহলিরই। সূর্যকুমার ৬ ম্যাচে ২১৬ করেছেন ১৬১.১৯ স্ট্রাইক রেটে। রোহিত শর্মা ৭ ম্যাচে ১৮৫ করেছেন ১৪৫.৬৬ স্ট্রাইক রেটে।

সেখানে বিরাট কোহলি ৩ ম্যাচে ১১২ করেছেন ১৪১.৭৭ স্ট্রাইক রেটে। অথচ ওয়েস্ট ইন্ডিজের ধীরগতির উইকেটে নাকি সফল নন কোহলি? তার চেয়ে পিছিয়ে হার্ডহিটার খ্যাত হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজাও।

হার্দিক ৬ ম্যাচে ৯৯ করেছেন কেবল ১০৭.৬০ স্ট্রাইক রেটে। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৭ ম্যাচে ৬৫ করেছেন ১০৪.৮৩ স্ট্রাইক রেটে। এজন্যই তো কোহলির বিশ্বকাপ দলে না থাকাটা বিশ্বাস করতে পারছেন না স্টুয়ার্ট ব্রড বা মোহাম্মদ ইরফানরা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত