Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
কে কোন পুরস্কার পেলেন

টেস্টের চেয়ে পাঁচ ধাপ নীচে আইপিএল ট্রফি : কোহলি

গেইল ও ডি ভিলিয়ার্সের সঙ্গে ট্রফি হাতে কোহলি। ছবি : এক্স
গেইল ও ডি ভিলিয়ার্সের সঙ্গে ট্রফি হাতে কোহলি। ছবি : এক্স
[publishpress_authors_box]

ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন বিরাট কোহলি। জিতেছেন চ্যাম্পিয়নস ট্রফিও। অধরা ছিল একটা আইপিএল। সেই স্বপ্নও পূরণ হল ১৮তম আসরে। আরাধ্য ট্রফিটা জিতে খুশি হলেও বাস্তবতা স্মরণ করিয়ে দিলেন এই কিংবদন্তি।

 কোহলি আইপিএলের তুলনায় অনেকখানিই এগিয়ে রাখলেন টেস্টকে, “আমার ক্রিকেটজীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে অবশ্যই এই ট্রফি থাকবে। তবু বলব, টেস্ট ক্রিকেট খেলার তুলনায় এই ট্রফিজয় পাঁচ ধাপ নীচে থাকবে। টেস্ট ক্রিকেটকে এতটাই উপরে রাখি আমি। এতটাই ভালবাসি টেস্ট ক্রিকেটকে।’’

তরুণদের টেস্ট খেলার প্রতি আগ্রহী করে তুলতে কোহলি বললেন, “ তরুণ ক্রিকেটারদের বলব, সম্মানের সঙ্গে টেস্ট খেল। যদি টেস্টে ভাল খেলো তা হলের বিশ্বের যে কোনও জায়গায় বুক ফুলিয়ে হাঁটতে পারবে। নিজের সবটা দিয়ে দাও টেস্ট ক্রিকেটকে। যদি তুমি চমকে দেওয়ার মতো কিছু করতে পারো, তা হলে ক্রিকেটবিশ্ব কিংবদন্তিদের পাশে তোমাকে বসাবে।’’

১৮ বছরের অপেক্ষার পর ট্রফিটা জেতায় খুশি ধরে রাখতে পারেননি কোহলি। কেঁদেছেন মাঠেই। এ নিয়ে বললেন, “ভাবিনি এই দিনটা দেখতে পারব। তাই শেষ বলটা হওয়ার পর নিজের আবেগ আর সামলাতে পারিনি। নিজের শক্তির প্রত্যেকটা আউন্স এই দলটাকে দিয়েছি।এই ট্রফি দলের জন্য যতটা, ততটাই সমর্থকদের জন্য।’’

কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন ইংলিশ ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইন।

কোহলি আরও যোগ করেন, ‘‘১৮টা বছর পেরিয়ে গেছে এই দিনটা দেখতে। এই দলটাকে নিজের যৌবন, নিজের সেরা সময় এবং অভিজ্ঞতা দিয়েছি। প্রতিটা মৌসুমে ট্রফি জেতার আপ্রাণ চেষ্টা করেছি, নিজের সবটা দিয়েছি। তবু ট্রফি পাইনি। অবশেষে এই দিনটা দেখতে পাওয়া অবিশ্বাস্য এক অনুভূতি।’’

কোহলিকৈ অভিনন্দন জানিয়েছেন ইংল্যান্ডের ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহিলর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে কেইন লিখেছেন, ‘‘ প্রথম আইপিএল শিরোপা জয়ের জন্য বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিশাল অভিনন্দন! অবিশ্বাস্য এক অর্জন।’’

ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স এসেছিলেন ফাইনালে বেঙ্গালুরুর বিজয় প্রত্যাশায়। তারা দুজন এই দলে খেললেও জিততে পারেননি শিরোপাটা। এবার পূর্ণতা পেয়েছে তাদের স্বপ্ন। কোহলির সঙ্গে ট্রফি নিয়ে উল্লাস করেছেন তারাও । বেঙ্গালুরুর জার্সি পরার পাশাপাশি পাঞ্জাবি পাগড়িও পরে মাঠে গিয়েছিলেন গেইল। কারণ একটা সময় পাঞ্জাবেও খেলতেন তিনি। তাদের উপস্থিতিতে আইপিএল শিরোপা জয়ের আনন্দ ১০ গুণ বেড়েছে বলেও জানান কোহলি।

এবারের আইপিএল যার যা পুরস্কার

  • চ্যাম্পিয়ন : বেঙ্গালুরু ( ২০ কোটি রুপি)
  • রানার্সআপ : পাঞ্জাব কিংস (১২.৫ কোটি রুপি)
  • অরেঞ্জ ক্যাপ (আসরের সর্বোচ্চ ৭৫৯ রান) : সাই সুদর্শন  (১০ লাখ রুপি)
  • পার্পল ক্যাপ (আসরের সর্বোচ্চ ২৫ উইকেট) : প্রসিধ কৃষ্ণা ( ১০ লাখ রুপি)
  • সুপার স্ট্রাইকার্স (২৪০) অফ দ্য ফাইনাল : জিতেশ শর্মা ( ১ লাখ রুপি)
  • ফ্যান্টাসি কিং অফ দ্য ফাইনাল : শশাঙ্ক সিং ( ১ লাখ রুপি)
  • সুপার সিক্সেস অফ দ্য ফাইনাল (সর্বোচ্চ ৬টি ছক্কা) : শশাঙ্ক সিং (১ লাখ রুপি)
  • ফোরস অফ দ্য ফাইনাল (সর্বোচ্চ ৪টি চার) : প্রিয়াংশ আর্য ( ১ লাখ রুপি)
  •  গ্রিন ডট বলস অফ দ্য ফাইনাল (সর্বোচ্চ ১২টি ডট বল) : ক্রুনাল পান্ডিয়া ( ১ লাখ রুপি)
  • প্লেয়ার অফ দ্য ফাইনাল (৪-১৭-২) : ক্রুনাল পান্ডিয়া ( ৫ লাখ রুপি)
  • সেরা উদীয়মান ক্রিকেটার : সাই সুদর্শন ( ১০ লাখ রুপি)
  • সুপার স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট : বৈভব সূর্যবংশী (টাটা কার্ভ গাড়ি)
  • ফ্যান্টাসি কিং অফ দ্য টুর্নামেন্ট : সাই সুদর্শন ( ১০ লাখ রুপি)
  • সুপার সিক্সেস অফ দ্য টুর্নামেন্ট (আসরের সর্বোচ্চ ৪০টি ছক্কা) : নিকোলাস পুরান ( ১০ লাখ রুপি)
  • ফোরস অফ দ্য টুর্নামেন্ট (আসরের সর্বোচ্চ চার) : সাই সুদর্শন ( ১০ লাখ রুপি)
  • গ্রিন ডট বলস অফ দ্য টুর্নামেন্ট (সর্বোচ্চ ডট বল) : মোহাম্মদ সিরাজ ( ১০ লাখ ‍রুপি)
  • টুর্নামেন্টের সেরা ক্যাচ : কামিন্দু মেন্ডিস (ট্রফি ও ১০ লাখ ‍রুপি)
  • ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : চেন্নাই সুপার কিংস ( ১০ লাখ ‍রুপি)
  • মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার) : সূর্যকুমার যাদব ( ১৫ লাখ রুপি)

আরও পড়ুন

সর্বাধিক পঠিত