সেন্টার ব্যাক হলেও নেদারল্যান্ডসের জার্সিতে কখনও লাল কার্ড দেখেননি ভার্জিল ফন ডাইক। ৭৭তম ম্যাচে এসে শেষ পর্যন্ত লাল কার্ড দেখলেন ৩৩ বছর বয়সী এই তারকা। উয়েফা নেশনস লিগে হাঙ্গেরির বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
৭৬ মিনিটে সতীর্থ ডলিন মালেন ফাউলের শিকার হলে অধিনায়ক হিসেবে রেফারির সঙ্গে কথা বলেন ফন ডাইক। তখন দেখেন প্রথম হলুদ কার্ড। তিন মিনিট পর নিজে একটা ফাউল করলে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড।
এভাবে মাঠ ছাড়তে হওয়াটা মানতে পারছেন না ফন ডাইক, ‘‘লাল কার্ডটা ছিল বিরক্তিকর, এটা দেখানো উচিত হয়নি। অধিনায়ক ছাড়া রেফারির সঙ্গে কেউ কথা বলতে পারেন না, তাই আমি কথা বলতে গিয়ে প্রথম হলুদ কার্ড দেখেছি।’’
নেদারল্যান্ডসের পরের ম্যাচ জার্মানির বিপক্ষে। মহারণের আগে তাকে হারানোটা ডাচদের জন্য বড় ধাক্কা। তবে ডাচ কোচ রোনাল্ড কোম্যানেও পাশে দাঁড়ালেন ফন ডাইকের, ‘‘মালেনকে যেভাবে ফাউল করা হয়েছিল তাতে সরাসরি লাল কার্ড দেখতে পারত বিপক্ষের খেলোয়াড়। এটা নিয়ে রেফারির সঙ্গে কথা বলতে গিয়েছিল ও।’’
১০ জন নিয়ে অবশ্য ১-১ সমতায় মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। ৩২ মিনিটে হাঙ্গেরিকে এগিয়ে দেন রোনালদ সালাই। ৭৯ মিনিটে ১০ জনে পরিণত হলেও এর চার মিনিট পর ডেনজেল ডামফ্রিসের লক্ষ্যভেদে সমতা নিয়ে মাঠ ছাড়ে ডাচরা।
নেশনস লিগে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের অপর ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। বসনিয়ান শহর জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে ৩০ ও ৩৬ মিনিটে জার্মানদের হয়ে জোড়া গোল ডেনিস উন্দাভের।
৫৮ মিনিটে আরও একবার বল জালে জড়ালেও অফসাইডের জন্য হ্যাটট্রিক হয়নি উন্দাভের। ৬৮ মিনিটে সার্জ জিনাব্রির গোলও বাতিল হয় অফসাইডের কারণে। এর দুই মিনিট পর বসনিয়ার হয়ে এক গোল ফেরান এদিন জেকো।
ম্যাচ শেষে কোচ ইউলিয়ান নাগলসমানের আক্ষেপ , ‘‘ আমরা যে পরিমাণ সুযোগ আমরা তৈরি করেছিলাম, সে তুলনায় খুব কম গোল করতে পেরেছি।’’
‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল জার্মানি। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নেদারল্যান্ডস। হাঙ্গেরির পয়েন্ট ২ আর বসনিয়ার ১।