Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

স্বেচ্ছা অবসর চান স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক

অধ্যাপক ডা. টিটু মিঞা।
অধ্যাপক ডা. টিটু মিঞা।
[publishpress_authors_box]

স্বেচ্ছা অবসরের আবেদন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিঞা।

সোমবার সকাল সন্ধ্যাকে তিনি নিজেই একথা জনিয়েছেন।

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদত্যাগ করেছেন বলে গুঞ্জন ওঠে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ঠিক পদত্যাগ না, আমি স্বেচ্ছায় অবসরপূর্ব ছুটির জন্য আবেদন করেছি।

“এখন বাকিটা তাদের (স্বাস্থ্য মন্ত্রণালয়) সিদ্ধান্ত। জানি না তারা কী করবেন।”

অধ্যাপক টিটু মিঞা জানান, আগামী বছর ২৮ ফেব্রুয়ারি তার শেষ কর্মদিবস। সেই বিবেচনায় তিনি ছয় মাস আগে অবসর চেয়ে আবেদন করছেন।

এর আগে সকালে ঢাকার মহাখালীতে কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে বিএনপি সমর্থিত চিকিৎসকরা বিক্ষোভ করেন। সেখানে তারা স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিঞা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরের পদত্যাগসহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

এই বিক্ষোভের কয়েক ঘণ্টা পরই অধ্যাপক টিটু মিঞা স্বেচ্ছা অবসরের জন্য আবেদন করেন।

দেশের প্রথমসারির মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ডা. টিটু মিঞা। ২০২২ সালের ২৯ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দেশে রাজনৈতিক এই পট পরিবর্তনের পর বিভিন্ন পর্যায়ে আসতে থাকে বদল। অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা পদত্যাগ করেন। আবার অন্তর্বর্তী সরকার গঠনের পর অনেককে নির্বাহী আদেশে সরিয়ে দেওয়া হয়।

বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে থাকা ব্যক্তিরা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এমন অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবিতে সোচ্চার হন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনেক কর্মকর্তা-কর্মচারী। অনেকে বঞ্চিত ছিলেন, এমন অভিযোগ এনেও উচ্চপদস্থদের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত