Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

পোলিং এজেন্ট সবাই একই দলের : সিইসি

সকালে শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি : সকাল সন্ধ্যা
সকালে শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ভোটকেন্দ্রে একটি দলের প্রার্থী বাদে অন্য দল বা প্রার্থীর কোনও পোলিং এজেন্ট পাননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনিটরিং সেল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

রবিবার সকাল ৮টায় দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। নওগাঁ-২ আসন থেকে নির্বাচনে প্রার্থী হওয়া একজনের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে।

এদিন সকালে ঢাকার শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এই কেন্দ্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আসলে মনে হচ্ছে, প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যারা তাদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই।”

তিনি বলেন, “আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি সবাই একই দলের– নৌকার পক্ষে বা ইয়ের পক্ষে। বাদ-বাকি প্রার্থীদের কোনও লোকজন দেখি নাই।”

দেশের ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। দেশের অন্যতম বড় দল বিএনপিসহ সমমনা ১৬টি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট প্রার্থী ১৯৬৯ জন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আছে ২৬৫টি আসনে। জাতীয় পার্টি (জাপা) প্রার্থী দিয়েছে ২৬৪টি আসনে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ৪৩৭ জন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত