Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগের দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার সন্ধ্যায় ৭টায় ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হবে।

ভাষণে সিইসি জাতির সামনে ভোটের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন বলে শুক্রবার সকাল সন্ধ্যাকে নিশ্চিত করেন তার একান্ত সচিব রিয়াজ উদ্দিন।

এদিকে ভোটের পরিস্থিতি জানাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শনিবার বেলা ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিট দ্য প্রেসের আয়োজন করা হয়েছে। সেখানে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

মিট দ্য প্রেসে ভোটের সার্বিক পরিস্থিতি তুলে ধরার কয়েক ঘণ্টা পরই সিইসি কাজী হাবিবুল আউয়ালের ভাষণ সম্প্রচারিত হবে।

গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। সেবারই প্রথম সরাসরি সম্প্রচারের মাধ্যমে তফসিল ঘোষণা করা হয়।

তবে শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে না।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত