দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আগে গাজীপুরে একটি ভোটকেন্দ্রসহ তিনটি স্কুলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাত ৩টার দিকে ১৮নং ওয়ার্ডের টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভোটকেন্দ্র।
এছাড়া কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকালে স্কুলের শিক্ষকরা অফিস কক্ষের সামনে গিয়ে আগুনের বিষয়টি টের পান। আগুনে অফিস কক্ষে থাকা প্রয়োজনীয় কাগজপত্র এবং অল্প কিছু নতুন বই পুড়ে গেছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, “রাত ৩টার দিকে স্কুলের নৈশপ্রহরী আমাকে ফোন দিয়ে স্কুলে আগুন লাগার কথা জানায়। তাৎক্ষণিক আমি ৯৯৯-এ ফোন দেই। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ততক্ষণে স্কুলের ৯টি কক্ষ পুড়ে যায়।”
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আগুনে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক এবং টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয়টি কক্ষ পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি জানান, গত সিটি করপোরেশন নির্বাচনে টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও এবারের জাতীয় নির্বাচনে হচ্ছে না।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, “আমরা রাত ১টা ২৪ মিনিটে খবর পেয়ে পূর্ব চান্দনা বিদ্যালয়ে যাই। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টিএনটি সরকারি বিদ্যালয়ে চান্দনা মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে।”
তিনি জানান, টিনএটি স্কুলের জানালা দিয়ে পেট্রোল ছুড়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।