ঘূর্ণিঝড় রেমালের কারণে দেশের দুই জেলার তিন উপজেলা পরিষদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ মে ভোট হবে ৮৭ উপজেলায়।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সকাল সন্ধ্যাকে বিষয়টি নিশ্চিত করেন। তবে ভোট স্থগিত হওয়া উপজেলায় কবে নাগাদ ভোট হবে তা বলতে পারেননি তিনি।
ভোট স্থগিত করা উপজেলাগুলো হলো- নেত্রকোনা জেলার খালিয়াজুরী এবং চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ।
নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খালিয়াজুরী উপজেলায় সড়ক সংযোগ বিচ্ছিন্ন এবং কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএমের বিদ্যুৎ সংযোগ না থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
ভোটার উপস্থিতি কম হওয়া ও ভোটের মালামাল কেন্দ্রে পৌছাতে সমস্যা হওয়ার কারণ দেখিয়ে মাঠ প্রশাসন ভোট বন্ধের সুপারিশ করে। এতে সায় দিয়ে সোমবার ১৯ উপজেলার ভোট স্থগিত করে আউয়াল কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, বুধবার দেশের ১১২ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রেমাল ও মামলা সংক্রান্ত জটিলতায় ২৫ উপজেলায় ভোট স্থগিত হওয়ায় বুধবার ভোট হবে ৮৭ উপজেলায়।