দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত, রাশিয়া ও চীনসহ সাত দেশ।
সোমবার সকালে এই সাত দেশের রাষ্ট্রদূতেরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা নিজ নিজ দেশের পক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয় রবিবার। এই নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি বিশেষ করে পশ্চিমা দেশগুলোর আগ্রহও ছিল বেশ। অবাধ নির্বাচনে বাধা হয়ে দাঁড়ানো ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. নুরেলাহি মিনা জানান, ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতেরা সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত করেন।
তিনি জানান, রাষ্ট্রদূতেরা তাদের দেশের পক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন। বাসস।