প্রার্থীকে বরাদ্দ দেওয়া প্রতীকের সঙ্গে ব্যালটে থাকা প্রতীকের মিল না থাকায় বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বুধবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনী প্রতীক ভুল হওয়ায় এই নির্বাচন স্থগিত করা হয়েছে। একইসঙ্গে রিটার্নিং কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে বরাদ্দ দেওয়া প্রতীকের সঙ্গে ব্যালট পেপারে থাকা প্রতীকের অমিল থাকার অভিযোগ তোলেন বগুড়া সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন।
তিনি অভিযোগ করেন, “আমাকে প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেওয়া হয়। সেই প্রতীক নিয়েই আমি প্রচারণা চালাই। আজ ভোট শুরু হওয়ার পর দেখলাম ব্যালটে থাকা প্রতীকের সাথে মিল নেই। সেখানে ফুলের মত দেখতে কুলফি আইসক্রিম দেওয়া হয়েছে। এতে ভোটাররা আমার প্রতীক চিনতে পারছে না।”
এই প্রার্থীর অভিযোগ আমলে নিয়েই সদর উপজেলায় শুধু পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার বগুড়া সদর উপজেলাসহ ৮৭টি উপজেলায় ভোট হচ্ছে।
এই ৮৭ উপজেলার ভোটে তিনপদে (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান) ১ হাজার ১৫২ জন প্রার্থী আছে ভোটের লড়াইয়ে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন ভোটযুদ্ধে লড়ছেন।