পোল্যান্ড ১ : ২ নেদারল্যান্ডস
হামবুর্গের ফোক্সপার্কস্টাডিয়নে পোল্যান্ডের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়েছিল নেদারল্যান্ডস। ১৬ মিনিটেই গোল করেছিলেন আদাম বুকসা। চোটের জন্য সেরা তারকা রবার্ট লেভানদোস্কি খেলতে না পারলেও পোল্যান্ড খেলছিল দুর্দান্ত ফুটবল। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের জয়েই ইউরো অভিযান শুরু করল নেদারল্যান্ডস।
ডাচদের জয়ের নায়ক ভাউট ভেঘোর্স্ট। ‘ক্রাইসিস ম্যান’ নামে পরিচিত ভেঘোর্স্ট ৮১ মিনিটে বদলি নেমে ৮৩ মিনিটেই করেছেন গোল! তাও প্রথম স্পর্শে। এই ভেঘোর্স্টই কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করে ম্যাচে ফিরিয়েছিলেন ডাচদের। অথচ ম্যানচেস্টার ইউনাইটেডে ২০২২-২৩ মৌসুমে ৩১ ম্যাচে কেবল ২ গোল করেছিলেন তিনি!
নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ ১৯৭৯ সালে ইউরোর বাছাইয়ে জিতেছিল পোল্যান্ড। এরপর আজকের জয় নিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত রইল ডাচরা। এই ম্যাচে পোস্টে ২১টা শট নিয়ে লক্ষ্যে কেবল ৪টা রাখতে পেরেছিল নেদারল্যান্ডস। আর পোল্যান্ড পোস্টে ১২ শট নিয়ে লক্ষ্যে রেখেছিল ৭টি। ১৬তম মিনিটে পিওতর জেলিনস্কির কর্নারে দারুণ হেডে পোল্যান্ডকে এগিয়ে দেন আদাম বুকসা।
২১ মিনিটে ভার্জিল ভন ডাইকের জোরালো ভলি ঠেকিয়ে পোল্যান্ডকে বাঁচান গোলরক্ষক স্ট্যাসনি। ২৯তম মিনিটে আর পারেননি, গাকপোর গোলে সমতায় ফেরে ডাচরা। বক্সের বাইরে থেকে নেওয়া তার নিচু শট এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদলে জড়ায় জালে। ২৫ ম্যাচে এটা তার ১০ম গোল।
৮১তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন ডাচ কোচ। আর বদলি নেমেই তাদের ত্রাতা ভেঘোর্স্ট। আকের পাস বক্সে পোলিশ এক ডিফেন্ডারের পায়ে লেগে পান ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার। ছয় গজ বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে এনে দেন দারুণ জয়।