Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

গল্পের শক্তি নিয়ে ১৭ প্রেক্ষাগৃহে প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘ভয়াল’

voyal-movie-aishakhan-irfansazzad
[publishpress_authors_box]

দেশের ১৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভয়াল। বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান।

ছোটপর্দায় হাতেখড়ি নির্মাতা বিপ্লব হায়দারের। ‘ভয়াল’ তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। সবাইকে নিজের প্রথম ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, “ভয়াল’ গল্পনির্ভর সিনেমা। হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবেন বলে আমার বিশ্বাস। সবাইকে বলবো, হলে এসে সিনেমাটি দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।”

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সার্টিফিকেশন বোর্ড স্বীকৃত দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘ভয়াল’। প্রায় সাত বছর পর দ্বিতীয় চলচ্চিত্রে অভিনয় করলেন ছোটপর্দার ইরফান সাজ্জাদ।

তিনি বলেন, “সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন। সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে।”

ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। সিনেমায় গ্রামীণ কিশোরীর চরিত্রে দেখা যাবে তাকে।

তিনি বলেন, “গল্পই দর্শকদের সিনেমার শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে। ভয়াল একেবারেই ভিন্ন ধারার একটি ছবি। এ ছাড়া এখানে আমরা যারা অভিনয় করেছি তারা কেউই নিয়মিত সিনেমায় অভিনয় করি না। তাই আমাদের দর্শক যদি সাপোর্ট করেন, তাহলে আমরা ভবিষ্যতে আরও বেশি সিনেমায় কাজের অনুপ্রেরণা পাব। দর্শকদের কাছে আমার অনুরোধ তারা নিশ্চই আমাদের সাপোর্ট করবেন।”

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহসহ অনেকেই।

এতে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। সিনেমায় গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, পাহাড়ি পটভূমিতে শুটিং হয়েছে, পুরো ইউনিট প্রচুর কষ্ট করেছে। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই পর্দায় উঠে আসবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভয়াল।

পরিচালক বিপ্লব হায়দার সবাইকে ভয়াল দেখার আহ্বান জানিয়ে বললেন, ‘ভয়াল গল্পনির্ভর সিনেমা। হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে বলব, হলে এসে সিনেমা দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।’

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহসহ অনেকেই।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত