Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক মহিলা মাস্টারের নর্ম পেলেন ওয়াদিফা

ওয়াদিফা আহমেদ দাবার বোর্ডে। ছবি: সংগৃহীত
ওয়াদিফা আহমেদ দাবার বোর্ডে। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠানরত সিক্স ডে বুদাপেস্ট আন্তর্জাতিক মাস্টার্স দাবায় আন্তর্জাতিক মহিলা মাস্টারের নর্ম পেয়েছেন  ওয়াদিফা আহমেদ।

তিনি ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার নর্মের পাশাপাশি চতুর্থ হয়েছেন। এটি তার প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টারের নর্ম। এ ইভেন্ট হতে তার রেটিং বেড়েছে ১৩০।তার বর্তমান রেটিং ১৯৮৮। গ্র্যান্ডমাস্টার্স দাবার বি ক্যাটাগরিতে ফিদে মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে অষ্টম হন। সি ক্যাটাগরিতে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হন। এ ক্যাটাগরিতে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ খেলায় ৩ পয়েন্ট পেয়েছেন।

রোববার শেষ রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ইউক্রেনের ফিদে মাস্টার বাসিরভ কেমালকে, ফিদে মাস্টার মনন রেজা নীড় আয়ারল্যান্ডের নেমিথ জালানকে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ডেনমার্কের রামসডাল রেসসিকে হারিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত