জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে ড্র করলেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ ছিল ওয়াদিফা আহমেদের। সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন তিনি। বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদের সঙ্গে আজ (মঙ্গলবার) ড্র করে সেই সুযোগটা লুফে নেন ওয়াদিফা। শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়নও হন ওয়াদিফা।
এই শিরোপা জয়ে ৫ জুলাই জর্জিয়ার হতে যাওয়া দাবার মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেন ওয়াদিফা। পাশাপাশি ফিদে মাস্টার থেকে তিনি হয়েছেন বাংলাদেশের চতুর্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার।
১৯৮৫ সালে বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রাণী হামিদ। দুই যুগ পর দাবার এই খেতাব পান শামীমা সুলতানা। ছয় বছর আগে দেশের তৃতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার হয়েছিলেন শিরিন সুলতানা। আজ চতুর্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার হলেন ওয়াদিফা।
এশিয়ান জোনাল বা বিশ্বকাপ বাছাইয়ে ফিদে মাস্টার কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি আইএম টাইটেল খেতাব পান। তাতে থাকে না নর্ম পূরণের শর্ত। আবার রেটিংও ২২০০’র বদলে ২০০০ হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন ২০৯১, তাই তার মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব পাওয়ায় কোনো বাধা নেই।
বাংলাদেশের আগের তিনজন আন্তর্জাতিক মাস্টার গ্র্যান্ড মাস্টার হতে পারেননি। ওয়াদিফা পারবেন তো?